হোম /খবর /ক্রাইম /
ভাটপাড়ায় যুবককে লক্ষ্য করে পর পর গুলি, অল্পের জন্য রক্ষা! মারাত্মক কাণ্ড

Crime News: ভাটপাড়ায় যুবককে লক্ষ্য করে পর পর গুলি, অল্পের জন্য রক্ষা পেল প্রাণ! মারাত্মক কাণ্ড

ভাটপাড়া পুলিশ স্টেশন

ভাটপাড়া পুলিশ স্টেশন

Crime News: আবারও অশান্ত ভাটপাড়া, চলল গুলি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ‌যুবক।

  • Share this:

ভাটপাড়া: কাঁকিনাড়া বারাকপুর মহকুমায় দুষ্কৃতী তাণ্ডব বেড়েই চলেছে। কখনও কাঁকিনাড়া, কখনও ভাটপাড়া, কখনও জগদ্দল। কোথাও না কোথাও চলছে বোমা-গুলি। নাজেহাল এলাকার সাধারণ মানুষ। দুষ্কৃতীদের একে অপরের এলাকায় দখলদারি নিয়ে দিনেদুপুরে চলছে বোমাবাজি। রেল লাইনের ধারে মাঝে মধ্যে পাওয়া যাচ্ছে বোমাও।

তিন দিন আগেও ভাটপাড়ায় গুলি চালায় দুষ্কৃতীরা। আহত হয় এক তৃণমূল কর্মী। ধরা পড়ে দুষ্কৃতী। দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে ভাটপাড়া। বিস্তীর্ণ এলাকা, তালা বন্ধ মিল বা বন্ধ কোয়ার্টারের ভেতরে তাদের আখড়া গড়ে উঠছে। এলাকাবাসীদের মারাত্মক অভিযোগ এই এলাকাগুলি নিয়ে।শুক্রবার ভাটপাড়া পুরসভার ৯ নম্বর ওয়ার্ডে ৬ নম্বর সাইটিং এলাকায় ফের গুলি চলে। অভিযোগ, উমেশ সাউ নামে এক যুবককে লক্ষ্য করে গুলি চালায় এলাকারই দুই যুবক।

আরও পড়ুন: স্ত্রীয়ের ছবি হাতে খুঁজেই চলেছেন স্বামী, ঘরে কেঁদে অসুস্থ ২ দুধের শিশু!

গতকাল রাতে কাঁকিনাড়ায় গঙ্গার ঘাটে বসেছিলেন উমেশ সাউ। হঠাৎ সেখানে দুই যুবক সেখানে আসে তাদের মধ্যে একজন উমেশ রায়। তাকে চিনে ফেলে উমেশ সাউ। বুকে পিস্তল ঠেকিয়ে গুলি চালায় উমেশ রায়। কিন্তু সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে যায়। ফের গুলি চালালে সেটিও লক্ষ্যভ্রষ্ট হয়ে গেলে মোটরসাইকেল করে এলাকা ছেড়ে পালায় ওই দুই দুষ্কৃতী । প্রাণে বেঁচে যান উমেশ সাউ। ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন উমেশ সাউ।

আরও পড়ুন: রেললাইনের ধারে ওটা কী? সামনে যেতেই ভয়ঙ্কর দৃশ্য, সিঙ্গুরে চাঞ্চল্য

তদন্তে নেমেছে ভাটপাড়া থানার পুলিশ। এলাকায় মাঝে মাঝেই এরকম বোমা গুলি চালানোর জেরে সাধারণ মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়। কখনও কখনও বোমা-গুলির শিকারও হন তাঁরা। কয়েকদিন আগেও দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছিলেন এলাকার দুই মহিলা-সহ এক শিশু। ভাটপাড়ায় বাদ পড়েনি বিয়েবাড়িও। বিয়ের অনুষ্ঠান চলাকালীন বোম ছুড়েছিল দুষ্কৃতীরা। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধারও করেছিল।

অরুণ ঘোষ

Published by:Raima Chakraborty
First published:

Tags: Crime News, North 24 Pargana news