Crime News: ধর্ষণ করে লাশ পুড়িয়ে প্রমাণ লোপাট! প্লাস্টিকের ব্যাগে উদ্ধার পোড়া দেহ
- Published by:Raima Chakraborty
- local18
Last Updated:
Crime News: আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে।
হায়দরাবাদ: কড়া আইন থাকলেও লালসার কোনও পরিবর্তন হয় না। নারী নির্যাতনও দেশে অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত কোথাও না কোথাও নৃশংস ঘটনা ঘটছে। সম্প্রতি হায়দরাবাদে একটি নৃশংস ঘটনা ঘটেছে। ২০১৯ সালে দিশার হত্যার ঘটনার অনুরূপ, যা সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করেছিল, আরেকটি ট্র্যাজেডি প্রকাশিত হয়েছে।
হামলাকারীরা অজ্ঞাতপরিচয় এক নারীকে ধর্ষণ করে হত্যা করেছে বলে অভিযোগ। পরে তারা দেহ পুড়িয়েও দেয়। এই ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে পাহাড়িশরিফের অধীনে তুক্কুগুড়ায়। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, টুক্কুগুদা-শ্রীশাইলম সড়কে একটি প্লাস্টিকের ব্যাগ সন্দেহজনক ভাবে দেখা গিয়েছিল।
আরও পড়ুন: শরীর থেকে আলাদা পড়ে মাথা! রাস্তার ধারে পরিচিতের দেহ ঘিরে বিরাট চাঞ্চল্য হেমতাবাদে
স্থানীয়রা সেখানে একটি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি খুললে তাতে এক নারীর লাশ পায়। প্রাথমিক তদন্তের উপর ভিত্তি করে পুলিশ ধারণা করছে, তাকে ধর্ষণ করে গুণ্ডারা খুন করেছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে পেট্রোল দিয়ে লাশ পুড়িয়ে ফেলা হয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন: স্ত্রী-ছেলেকে মুখে পলিথিনের ব্যাগ পেঁচিয়ে খুন, পরে আত্মঘাতী বাঙালি ইঞ্জিনিয়র!
পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত করছে। মহিলার পরিচয় খতিয়ে দেখা হচ্ছে। আশপাশের এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং সম্প্রতি নগরীতে যে নিখোঁজ মামলা হয়েছে তা বিশ্লেষণ করা হচ্ছে।
বোনেপাল্লি কুমার
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
April 13, 2023 3:17 PM IST