Crime News: সেই পুরনো স্টাইল, নিমেষের মধ্যে সাফ সোনার দোকান! অশোকনগরে চাঞ্চল্য
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: সোনার দোকানের সিঁধ কেটে চুরি অশোকনগর থানার মানিকতলা এলাকায়। ব্যাপক চাঞ্চল্য।
অশোকনগর: অশোকনগরের মানিকতলা এলাকায় সোনার দোকানে দেয়াল কেটে চুরি, ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। সোনার দোকান মালিককে পাশের দোকানদার ফোন করে জানায় তাঁর দোকানে চুরি হয়েছে। খবর পেয়ে দোকানে এসে দেখেন, দোকানের দেওয়াল কেটে, দোকানে থাকা সিন্দুকের দরজা ভেঙে দোকানে থাকা রুপো এবং সোনা গয়না নিয়ে পালিয়েছে দুষ্কৃতীরা। যার আনুমানিক বাজার মুল্য প্রায় ৫০ হাজার টাকা।
১৫ দিনের মধ্যে অশোকনগর থানা এলাকায় পরপর তিনটি সোনার দোকানে চুরি। এ নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকার ব্যবসায়ীরা। চুরির ঘটনায় আতঙ্কিত এলাকার ব্যবসায়ী এবং স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে অশোকনগর থানার পুলিশ। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। দোকানে লাগানো সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক দুষ্কৃতীরা খুলে পাশে একটি জায়গায় ফেলে যায় চোর। হার্ডডিক্সটি উদ্ধার করে পুলিশ।
advertisement
advertisement
আরও পড়ুন: মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড
দোকান মালিক নবীন দাস বলেন, সকাল সাড়ে সাতটা নাগাদ তাঁর কাছে খবর আসে দোকান চুরির। দোকানে এসে দেখেন দোকানের দেওয়াল কেটে চুরি হয়েছে দোকানে থাকা সামগ্রী। ব্যবসায়ীর অভিযোগ, পরপর এলাকায় চুরির ঘটনা ঘটছে। পুলিশকে আরও সজাগ হতে হবে। চুরির ফলে ব্যবসায়ী, সাধারণ মানুষের রাত হলেই অশোকনগর থানা এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে।
advertisement
জিয়াউল আলম
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
March 31, 2023 5:55 PM IST