হোম /খবর /হুগলি /
কয়েক ঘণ্টার কালবৈশাখীতে মারাত্মক পরিস্থিতি হুগলিতে, বিদ্যুৎহীন বিরাট এলাকা

Kalbaisakhi Rampage: কয়েক ঘণ্টার কালবৈশাখীতে মারাত্মক পরিস্থিতি হুগলিতে, বিদ্যুৎহীন বিরাট এলাকা

X
কালবৈশাখীর [object Object]

Kalbaisakhi Rampage: আরামবাগ শহরজুড়ে কালবৈশাখী তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি।

  • Hyperlocal
  • Last Updated :
  • Share this:

    আরামবাগ: সন্ধ্যা থেকে রাত পর্যন্ত কালবৈশাখী ঝড় তাণ্ডব চালাল আরামবাগ শহরজুড়ে। যার জেরে রাতে আরামবাগের লিঙ্ক রোড এলাকায় পৌরসভার লাইটের খুঁটি রাস্তার উপর ঝুঁকে পড়ে। লিঙ্ক রোডের যানবাহন চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ থাকে। সন্ধ্যা থেকে আস্তে আস্তে প্রচুর পরিমাণে ঝড়-বৃষ্টি বাড়তে শুরু হয়।

    শহরের বিভিন্ন জায়গায় গাছের ডাল ইলেকট্রিক তারের উপর পড়ে যায়। কোথাও আবার বৈদ্যুতিন তার রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। এর পরেই আরামবাগ পৌরসভার বিদ্যুৎ বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে লাইটের খুঁটি রাস্তা থেকে সরিয়ে ফেলেন। সকাল থেকে রাজ্য সড়ক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বড় বড় গাছ থেকে খুঁটি সরানোর কাজ শুরু হয়। যদিও এই ঘটনায় বড়সড় কোনও ক্ষতি হয়নি।

    আরও পড়ুন: আচমকা খবরের শিরোনামে যিশু সেনগুপ্তর মেয়ে সারা, কারণ জানলে মাথা ঘুরে যাবে!

    আরও পড়ুন: মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ, ঘুমের মধ্যেই মর্মান্তিক মৃত্যু ৬ জনের! দিল্লিতে চাঞ্চল্যকর কাণ্ড

    স্থানীয় বাসিন্দারা জানানস,  রাজ্য সড়কের উপর ইলেকট্রিকের লাইন ঝড়ের তাণ্ডবে পড়ে যায়। রাস্তায় গাড়ি থেকে সাধারণ মানুষের তড়িদ্বাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। অন্যদিকে, আরামবাগ শহর জুড়ে বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতির কারণে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে বহু এলাকা। বিদ্যুৎ বিভাগের কর্মীরা সকাল থেকে কাজ চালাচ্ছেন, কিন্তু লোডশেডিং-এর জন্য ব্যাপক সমস্যার মধ্যেই পড়েছেন বাসিন্দারা।

    শুভজিৎ ঘোষ

    First published:

    Tags: Hooghly news, Kalbaisakhi, Weather Alert