Crime News: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত মথুরাপুর, এমন ঘটনা ভাবা যায় না!

Last Updated:

Crime News: জমি বিবাদকে কেন্দ্র করে মথুরাপুরের সুবুদ্ধিপুরে খুন। ঘটনায় অভিযুক্তদের বাড়ি ভাঙচুর উত্তেজিত জনতার।

মথুরাপুরে অশান্তি
মথুরাপুরে অশান্তি
ডায়মন্ড হারবার: জমি বিবাদকে কেন্দ্র করে খুন। এরই জেরে অভিযুক্তের বাড়িতে ভাঙচুর। ঘটনায় উত্তেজনা ছড়ায় দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থানার দেবীপুর গ্রাম পঞ্চায়েতের সুবুদ্ধিপুর এলাকায়। মৃত ব্যক্তির রহম আলি মোল্লা (৩৯)। ঘটনার জেরে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এদিন সকালে সুবুদ্ধিপুরের পন্ডিতিয়া বাগানে এলাকার বাসিন্দা রহম আলি মোল্লার মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। ঘটনার খবর চাউর হলে উত্তেজনা ছড়ায় এলাকায়।মৃত ব্যক্তির পরিবারের লোকজনের অভিযোগ, এলাকার বাসিন্দা আকবর আলি লস্করের পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল তাদের। এমনকী এ নিয়ে একাধিকবার থানায় ডাক পড়ে উভয় পরিবারের।
advertisement
advertisement
আরও পড়ুন: অয়ন শীলের থেকে এবার যা খোঁজ পেল ইডি, মাথায় হাত সকলের! নতুন তলবে ঘুরে যাবে সবকিছু?
পাশাপাশি, আকবর আলি লস্করের পরিবারের লোকজন তাদেরকে খুন করার হুমকি দেয়। এদিন রহম আলির মৃতদেহ উদ্ধার হওয়ার পরই উত্তেজিত হয়ে পড়েন তাঁর পরিবারের লোকজন। এর পরেই অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় তাঁরা। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় মথুরাপুর থানার পুলিশ। পরিস্থিতি বেগতিক হয় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী নিয়ে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও।
advertisement
আরও পড়ুন: হার্ট অ্যাটাক হলে ছোট্ট এই উপায় অবলম্বনেই বাঁচবে প্রাণ! জানুন বিশেষজ্ঞের টিপস
অন্যদিকে, মৃত রহিম আলির দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার পুলিশ মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। ঘটনায় উত্তেজিত রহিম আলির পরিবারের লোকজনের হাত থেকে অভিযুক্ত আকবর লস্করের পরিবারের ২ জন সদস্যকে উদ্ধার করে পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাশাপাশি ঘটনায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।
advertisement
আনিশ উদ্দিন মোল্লা
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime News: জমি বিবাদকে কেন্দ্র করে রক্তাক্ত মথুরাপুর, এমন ঘটনা ভাবা যায় না!
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement