Crime News: রাগে ফুঁসছিল স্বামী, সুযোগ পেয়েই ধারালো অস্ত্রের কোপ স্ত্রীকে! চাঞ্চল্য বালুরঘাটে
- Reported by:SUSMITA GOSWAMI
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Crime News: সেনাকর্মী স্বামীর সঙ্গে সংসার করতে ধরনায় বসেছিলেন স্ত্রী। এবার সেই ঘটনার বদলায় খুনের চেষ্টা স্বামীর।
দক্ষিণ দিনাজপুর: সেনাকর্মী স্বামীর সঙ্গে সংসার করতে ধরনায় বসেছিলেন স্ত্রী। পুলিশি হস্তক্ষেপে বিষয়টি মিটমাটও হয়। কিন্ত এই ঘটনার একদিন যেতে না যেতেই ধারালো অস্ত্র দিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল ওই সেনাকর্মীর বিরুদ্ধে।
স্থানীয় বাসিন্দারা জখম অবস্থায় উদ্ধার করেন ওই মহিলাকে। তাঁকে বালুরঘাট সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়। এদিন সকালে ঘটনাটি ঘটে বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চক আলমে। সূত্রের খবর, এদিকে উত্তেজিত জনতাও অভিযুক্ত সেনাকর্মী সোম মুর্মুকে মারধর করে৷
advertisement
advertisement
আরও পড়ুন: ‘আর কোনও মায়ের কোল যেন খালি না হয়’, স্বপ্নদীপের মৃত্যুর কারণ খুঁজতে যাদবপুরে তদন্ত কমিটি
ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি হয় এলাকায়।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা-সহ বিশাল পুলিশ বাহিনী। পাশাপাশি, পুলিশ সোম মুর্মুকে বালুরঘাট হাসপাতালে ভর্তি করে। ইতিমধ্যেই এই ঘটনায় ওই সেনাকর্মীর বাবা, দুই দিদি ওজামাইবাবুকে গ্রেফতার করেছে পুলিশ। এনিয়ে নির্যাতিতার মা লিখিত অভিযোগ দায়ের করেছে বালুরঘাট থানায়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।
advertisement
সুস্মিতা গোস্বামী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2023 2:38 PM IST









