Crime News: বাড়িতে আগে থেকেই চলছিল কাণ্ড! সকলের সামনে বৌদির গায়ে কী ছুড়লেন দেওর? ভয়ঙ্কর
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Crime News: জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর জমিদারপাড়া এলাকায় মারাত্মক কাণ্ড।
জলপাইগুড়ির: বৌদির গায়ে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ দেওরের বিরুদ্ধে। পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা বলে জানা যায়। জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর জমিদারপাড়া এলাকায় জয়ন্ত রায়, তার বৌদি ভারতী রায়ের অ্যাসিড ছোড়ে বলে অভিযোগ।
ভারতী দেবীকে তড়িঘড়ি জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই চিকিৎসা চলছে ভারতীদেবীর। জয়ন্তকে আটক করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন: শেষ মুহূর্তে আরিফ নাকি যাদবপুরের ছাত্রকে বাঁচাতে হাত বাড়িয়েছিল, কাশ্মীরি সেই হস্টেলের ‘দাদা’ও আজ গ্রেফতার
জমিদার পাড়া বাসিন্দা শম্ভু রায় বলেন, ‘বহুদিন ধরে বাড়িতে অশান্তি করত। আজ হঠাৎ অশান্তি বাড়লে এই ঘটনা ঘটে। এই বিষয় নিয়ে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বেনুরঞ্জন সরকার।’
advertisement
আরও পড়ুন: ‘ছাত্রমৃত্যুতে জড়িত হলে আমার ছেলেরও শাস্তি হোক’
তিনি বলেন, ‘আগে কোনও দিন এই ধরনের ঘটনা ঘটেনি এই অঞ্চলে। এই প্রথম ঘটল দুঃখজনক ঘটনা।’ পুরো বিষয় পুলিশ তদন্ত করছে।
সুরজিৎ দে
Location :
Kolkata,West Bengal
First Published :
August 16, 2023 7:17 PM IST