Crime News: অ্যাসিড-কীটনাশক খেয়ে ভয়াবহ কাণ্ড, প্রেমিকার মৃত্যু! জীবনমরণ লড়াইয়ে প্রেমিক
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Crime News: পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েছিলেন তাঁরা। ধরা পড়ে যাওয়ার পরই চরম সিদ্ধান্ত। হাড়োয়ার ঘটনায় শিউরে উঠবেন।
বসিরহাট: অ্যাসিড খেয়ে আত্মঘাতী প্রেমিকা, পাল্টা প্রেমিক কীটনাশক খেয়ে হাসপাতালে ভর্তি। উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত হাড়োয়া থানার মাদার তলা এলাকার ঘটনা। চলতি মাসের ২২ তারিখে ৩৫ বছরের শাহরুল মণ্ডল কীটনাশক খেলে ২৮ বছরের আকিলা বিবি অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তারপর পরিবারের সদস্যরা তাঁদেরকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
চিকিৎসকেরা তাঁদেরকে কলকাতায় আরজি কর-এ স্থানান্তরিত করলে এদিন প্রেমিকার মৃত্যু হয়। প্রেমিক শাহরুল মন্ডল আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন হাসপাতালে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ময়নাতদন্তের পর আকিলা বিবির দেহ পরিবারের হাতে রবিবার তুলে দেওয়া হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’জনই বিবাহিত প্রেমিক-প্রেমিকা। দীর্ঘদিন অবৈধ সম্পর্কের জড়িয়ে পড়ে তারপর দুই পরিবারের মধ্যে জানাজানি হতেই ঘটে বিপত্তি।
advertisement
advertisement
আরও পড়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে
তখনই তাঁরা আত্মহত্যার সিদ্ধান্ত নেন। কিন্তু প্রেমিক বেঁচে ফিরলেও প্রেমিকার আর জীবনরক্ষা হয়নি। প্রেমিকা অ্যাসিড খেয়ে আত্মত্যার ঘটনায় যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন হাড়োয়ার মানবাধিকার কর্মী। তিনি বলেন, “ভারতীয় সংবিধানের ৪৯৭ ধারায় পরকীয়া আইন অবৈধ ছিল যেখানে শাস্তিস্বরূপ ৫ বছর পর্যন্ত ছিল। কিন্তু মোদি সরকার আসার পর সেই আইন প্রত্যাহার করতেই এই সমাজ পরকীয়া ব্যাধিতে আক্রান্ত হয়েছে। আর তাই অবিলম্বে ৪৯৭ ধারা ফিরিয়ে আনা হোক।” তবে খোলামেলা ভাবে অ্যাসিড কীভাবে বাড়িতে মজুদ করে রাখল তা নিয়ে উঠেছে প্রশ্ন! তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ।
advertisement
জুলফিকার মোল্যা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 25, 2023 10:45 AM IST