Crime News: এ কী কান্ড মুর্শিদাবাদে! বাড়ির ছাদে রক্তাক্ত রহস্য
- Published by:Raima Chakraborty
- news18 bangla
- Reported by:KOUSHIK ADHIKARY
Last Updated:
Crime News: সামসেরগঞ্জের ধুলিয়ানে নিজের বাড়ির ছাদ থেকে যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার।
মুর্শিদাবাদ: সামসেরগঞ্জের ধুলিয়ানে নিজের বাড়ির ছাদ থেকে যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার সকালে নিজের বাড়ির দোতলা ছাদ থেকে এক যুবকের গলাকাটা রক্তাক্ত মৃতদেহ উদ্ধার। ঘরের মেঝেতে মিলেছে রক্তের দাগ। কী কারণে খুন করা হল যুবককে তা বুঝে উঠতে পারছেন না কেউ।শুক্রবার সকালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার ধুলিয়ান পৌরসভা এলাকার এক নম্বর ওয়ার্ডে।
advertisement
advertisement
পুলিশ সুত্রে জানা যায়, মৃত যুবকের নাম মোন্তাজ শেখ (২৬)। মোন্তাজ আলি মোমিন নিজের পরিবারের সঙ্গে থাকত, ভাঙড়ি ও বিড়ির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার সকালে পরিবারের সদস্যরা দেখতে পান ঘরে নেই মোন্তাজ আলি মোমিন। আর ঘরের মেঝেতে পড়ে রয়েছে রক্তের দাগ। এরপরেই বাড়ির ছাদ থেকে উদ্ধার হয় যুবকের রক্তাক্ত অবস্থায় মৃতদেহ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সামশেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষায় দশম স্থানে রুদ্রনীল ঘোষ! সোশ্যাল মিডিয়ায় বিরাট শোরগোল
ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। জনবহুল পরিবেশে নিজের বাড়িতে গলাকাটা দেহ উদ্ধারের ঘটনায় রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে ধুলিয়ান পৌরসভা এলাকায়। যদিও মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে সামসেরগঞ্জ থানার পুলিশ।
advertisement
কৌশিক অধিকারী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:41 PM IST