বনগাঁ: স্কুলের সামগ্রী বিক্রির অভিযোগে স্কুল গেটে তালা দিয়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। উত্তর ২৪ পরগণার গাইঘাটা ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েত এলাকার মানবতা বিদ্যাপীঠ ( প্রাথমিক বিদ্যালয়ের )-এর প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষকদের বিরুদ্ধে স্কুলের বই খাতা বিক্রির অভিযোগ উঠেছে। এরই সঙ্গে স্কুলের রড, পাথর বিক্রির অভিযোগও উঠেছে।
শিক্ষক-শিক্ষিকাদের বাইরে রেখে এদিন সকালে অভিভাবকরা স্কুল গেটে তালা ঝুলিয়ে দেয়। প্রধান শিক্ষিকাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। অভিভাবকদের দাবি, দীর্ঘদিন ধরেই স্কুলের নানা সামগ্রী বিক্রি করে চলেছেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। নানা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েছেন শিক্ষক-শিক্ষিকারা। প্রধান শিক্ষিকা-সহ আরও দুই শিক্ষক এবং শিক্ষিকার বদলির আবেদন জানিয়ে তাঁরা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।
আরও পড়ুন: মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার রাইটিং সেকশনের প্রস্তুতি নেওয়া জরুরি, জানুন সহজ টিপস
স্কুল সামগ্রী বিক্রির ঘটনা স্বীকার করে প্রধান শিক্ষিকা প্রতিমা সরকার জানিয়েছেন, 'হ্যাঁ বিক্রি করা হয়েছে। স্কুলের সহ-শিক্ষক সুকুমার সরকার বিক্রি করেছেন।' স্কুল গেটে কারা তালা ঝুলিয়েছে তা প্রধান শিক্ষিকা জানাতে চাননি। প্রধান শিক্ষিকার নাম জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তিনি নাম ভুলে গিয়েছেন।
আরও পড়ুন: মাধ্যমিকে ভৌত বিজ্ঞান পরীক্ষায় পুরো নম্বর তোলার উপায় দিলেন শিক্ষক, দেখুন
সহ-শিক্ষক সুকুমার সরকারের দাবি, স্কুলের পুরনো বই বিক্রি করা হয়েছে। সামগ্রী বিক্রি করে স্কুলের উন্নয়নের কাজ করা হয়েছে। এই বিষয়ে এসআই অফিস থেকে কোনও অনুমতি দেওয়া হয়নি। প্রধান শিক্ষিকা সব জানেন বলেও দাবি করেছেন তিনি।
ঘটনার কথা শুনে ঘটনাস্থলে পৌঁছন ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের প্রধান সমীর কুমার বিশ্বাস। তিনি বলেন, 'আমরা অভিভাবকদের কাছ থেকে জানতে পেরেছি এই স্কুলের সামগ্রী বিক্রি করা হয়েছে। সাধারণ মানুষের দাবি দুই তিন জন শিক্ষককে এখান থেকে বদলি করা হোক।' ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন তিনি।
অনিরুদ্ধ কীর্তনীয়া
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangaon, Crime News, North 24 Pargana news