Assam CM Himanta Biswa Sarma: অসমের মুখ্যমন্ত্রীর দফতরের মারাত্মক অভিযোগ, গ্রেফতার ৭! কী কাণ্ড জানেন?

Last Updated:

কী মারাত্মক কাণ্ড! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Assam CM Himanta Biswa Sarma) সই জাল করে গ্রেফতার সাতজন।

#গুয়াহাটি: কী মারাত্মক কাণ্ড! অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার (Assam CM Himanta Biswa Sarma) সই জাল করে গ্রেফতার সাতজন। অভিযুক্তরা হল বিনীত পোদ্দার, দীপজ্যোতি দত্ত, জয়মিনি মোহন, ইমরান শাহ চৌধুরি, রাজীব কলিতা, দিলিপ দাস ও পঙ্কজ গগৈ। গত সপ্তাহের বুধবার একটি এফআইআর করা হয় মুখ্যমন্ত্রীর দফতরের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, অসমের পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের মুখ্য ইঞ্জিনিয়ারকে লোহিত কন্সট্রাকশনের নামে একটি কাজ দেওয়া হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর স্বাক্ষর নকল করা হয়েছে। এমনটাই দাবি অসম পুলিশের সিপিআরও রাজীব সাইকিয়ার।
পুলিশ সূত্রে খবর, 'দিসপুর থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। কয়েক ঘণ্টার মধ্যেই গুয়াহাটি ও শিবসাগর জেলার পুলিশ লোহিত কন্সট্রাকশনের সঙ্গে যুক্ত চারজনকে গ্রেফতার করে। তাদের জেরা করে পরে তাদের গ্রেফতার করা হয়।' এদের জেরা করেই অপরাধের চক্রীর হদিশ পেয়েছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, ধৃতরা ইমরান শাহ চৌধুরির সংস্পর্শে এসেই এই ছক কষেছিল। ৩ শতাংশ কমিশনের ভিত্তিতে খুব সহজেই এই কাজ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।
advertisement
ইমরান তাদের কথা দিয়েছিল, প্রায় ৩.১৬ কোটি টাকার কনট্র্যাক্ট পাইয়ে দেবে। এবং তার বদলে ৯ লক্ষ টাকা কমিশন নেবে। বিনীত পোদ্দার ও দীপজ্যোতি দত্ত বন্ধু ও পরিবারের কাছ থেকে ৯ লক্ষ টাকা জোগার করে ইমরানকে দিয়েছিল। সেই তাদেরকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সই জাল করা কাগজ দিয়েছিল কাজের জন্য। সেই কাগজই পিএইচই দফতরের চিফ ইঞ্জিনিয়ারের কাছে জমা পড়েছিল।
advertisement
advertisement
আরও পড়ুন: ভোট-পরবর্তী হিংসা মামলায় জোর সওয়াল সিবলের, পরের সোমে ফের শুনানি সর্বোচ্চ আদালতে
পুলিশ জানতে পেরেছে, ইমরান আরও তিনজনের সাহায্যে এই ভুয়ো নথিগুলি তৈরি করেছিল। অভিযুক্তরা হল দিলিপ দাস ওরফে রুবু, গুয়াহাটির বাসিন্দা। হেঙ্গেরাবাড়ির অনুপম চৌধুরী ও কাজলগাঁও এলাকার প্রকাশ বসুমাতারি। তারাই ভুয়ো নথি দিয়েছিল ইমরানকে। তার বদলে ৩ লক্ষ টাকা কমিশন নিয়েছিল। এফআইআর দায়েরের পরই ইমরান ও রাজীব দিল্লি পালিয়ে গিয়েছিল। গুয়াহাটি পুলিশ দিল্লি গিয়ে তাদের গ্রেফতার করে সেখান থেকে। এখনও অনুপম ও প্রকাশের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Assam CM Himanta Biswa Sarma: অসমের মুখ্যমন্ত্রীর দফতরের মারাত্মক অভিযোগ, গ্রেফতার ৭! কী কাণ্ড জানেন?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement