Anubrata Mondal| Cow Smuggling Case|| ফের অনুব্রত কন্যা সুকন্যার নয়া সম্পত্তির খোঁজ! এ বারে তাজ্জব সিবিআই কর্তারাও

Last Updated:

Anubrata Mondal daughter sukanya mondal owns new land: গত কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের রাইস মিল থেকে শুরু করে বাড়ি একাধিক জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছে সিবিআই আধিকারিকদের।

+
সুকন্যা

সুকন্যা মণ্ডল

#বীরভূম: গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পর বোলপুর জুড়ে চলছে সিবিআইয়ের চিরুনি তল্লাশি। গত কয়েকদিন ধরে অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠদের রাইস মিল থেকে শুরু করে বাড়ি একাধিক জায়গায় তল্লাশি চালাতে দেখা গিয়েছে সিবিআই আধিকারিকদের। আর এ বার এই সিবিআই আধিকারিকদের সরাসরি পৌঁছে যেতে দেখা যায় বোলপুরের জমি রেজিস্ট্রি অফিসে। সেখানে অনুব্রত মণ্ডল এবং তার ঘনিষ্ঠদের নামে কোথাও কোনও জমি রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্যই আধিকারিকরা পৌঁছন বলে সূত্র মারফত জানা যায়।
মঙ্গলবার জমি রেজিস্ট্রি অফিসে প্রায় সাত ঘন্টা ধরে আধিকারিকরা ছিলেন এবং বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। অফিস থেকে বেশকিছু নথি সিবিআই আধিকারিকরা সংগ্রহ করেন। অন্যদিকে, এই রেজিস্ট্রি অফিসে সিবিআই আধিকারিকদের হানা দেওয়ার পাশাপাশি অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের নামে নতুন একটি জমির খোঁজ পাওয়া গিয়েছে বলেও খবর। যে জমিটি রয়েছে বল্লভপুর মৌজা এলাকায়। জমির পরিমাণ ০.৬২ একর। সিবিআই আধিকারিকরা এই বিষয়টি খতিয়ে দেখছেন।
advertisement
আরও পড়ুনঃ প্রত্যাশিত জয় বিধান উপাধ্যায়ের, আসানসোলে বামেদের দ্বিতীয় স্থান জোগাবে বাড়তি অক্সিজেন
অন্যদিকে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে অফিসের কর্মীরা মুখ খুললেও তারা কিছু জানাতে চাননি এই তল্লাশির বিষয়ে। তাঁরা শুধু জানিয়েছেন, তল্লাশির কাজ চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা।
advertisement
আরও পড়ুনঃ জায়গা কম, ডাঁই করা মৃতদেহ খুবলে খাচ্ছে ইঁদুর! মালদহ মর্গের শিউরে ওঠা পরিস্থিতি
যদিও সূত্র মারফত জানা গিয়েছে, অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বিদ্যুৎ বরণ গায়েন ২০০৮ সালের পর থেকে কোথাও কোনও জমি কিনেছেন কিনা সেই খোঁজ নেন সিবিআই আধিকারিকরা। এ ছাড়াও কোথাও কোনও সম্পত্তি লিজ নেওয়া হয়েছে কিনা তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গাল হোসেনের নামেও কোথাও কোনও জমি জমা বা সম্পত্তি রয়েছে কিনা তা খতিয়ে দেখার কাজ চালানো হয়।
advertisement
Madhab Das
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Anubrata Mondal| Cow Smuggling Case|| ফের অনুব্রত কন্যা সুকন্যার নয়া সম্পত্তির খোঁজ! এ বারে তাজ্জব সিবিআই কর্তারাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement