কলকাতা: দেবাঞ্জনের ঘটনার জের। কড়া লালবাজার। নীল বাতি লাগানো গাড়ি নিয়ে সব ট্রাফিক গার্ডকে নয়া নির্দেশিকা। কিন্তু, মল্লিকবাজারে এখনও দেদার বিকোচ্ছে নীল-লাল বাতি।
ভুয়ো আইএএসকাণ্ডে নীল বাতি লাগিয়ে প্রতারণার ঘটনার পর এবার কড়া লালবাজার ৷ নীল বাতি লাগানো গাড়ি নিয়ে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে ৷ সন্দেহ হলেই গাড়ির কাগজপত্র খতিয়ে দেখবে পুলিশ ৷ গাড়িতে যিনি থাকবেন তাঁরও পরিচয়পত্র দেখা হবে ৷ সব ট্রাফিক গার্ডকে নির্দেশ দেওয়া হয়েছে লালবাজারের পক্ষ থেকে ৷
প্রশ্ন উঠছে, গাড়িতে কি নীল বা লাল বাতি চাইলেই লাগানো যায়?
- ২০১৩ সালে সুপ্রিম কোর্ট গাড়িতে লাল বাতির ব্যবহারকে ‘ক্ষমতার দম্ভের প্রতীক’ বলে সমালোচনা করে
- এরপর ২০১৭ সালের পয়লা মে থেকে গাড়িতে লাল বাতির ব্যবহার নিষিদ্ধ করে কেন্দ্র
- প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিচারপতিদের গাড়িতেও লাল বাতি নিষিদ্ধ করা হয়
- অ্যাম্বুল্যান্স, দমকল ও পুলিশের গাড়িতে নীল বাতি লাগানোয় ছাড় দেওয়া হয়
কিন্তু, খাস কলকাতার মল্লিকবাজারে দেদার বিকোচ্ছে লাল, নীল রঙের বাতি। কোনও নথির প্রয়োজনও হচ্ছে না। পুলিশ বা ভিআইপি লেখা স্টিকারও টাকা ফেললেই হাতের মুঠোয়। মেকানিক গাড়িতে লাগিয়েও দেবেন। যা যথেষ্ট চিন্তার কারণ ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Blue Beacon