Crime: তিন বছরের মেয়েকে ধর্ষণ, অত্যাচার! ফাঁসিদেওয়ার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ

Last Updated:

Crime: ফাঁসিদেওয়ার ঘোষপুকুর বাস টার্মিনাসের পাশে ছেলে আর মেয়েকে নিয়ে থাকতেন মা৷ মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর তিন বছরের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়৷

ফাঁসিদেওয়া: ট্রাক টার্মিনাসের ধারে দুই সন্তানকে নিয়ে থাকতেন মা৷ আর সেখানেই এক সন্তানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল৷ কন্যা সন্তান উদ্ধারের পর মায়ের অভিযোগ তাঁর শিশুকন্যাকে ধর্ষণ করে রক্তাক্ত অবস্থায় ফেলে যাওয়া হয়েছে৷ সব মিলিয়ে ফাঁসিদেওয়ার ঘটনার বীভৎসতায় চোখ কপালে উঠেছে পুলিশেরও৷ শিশুকন্যার বয়স মাত্র তিন৷
ফাঁসিদেওয়ার ঘোষপুকুর বাস টার্মিনাসের পাশে ছেলে আর মেয়েকে নিয়ে থাকতেন মা৷ মঙ্গলবার রাতে হঠাৎই তাঁর তিন বছরের শিশুকন্যা নিখোঁজ হয়ে যায়৷ ঘটনার পর রাতভর খুঁজেও মেয়েকে পাননি মা৷ সকালে ট্রাক টার্মিনাসের পাশেই রক্তাক্ত অবস্থায় মেয়েকে পড়ে থাকতে দেখেন ওই মহিলা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ৷ দ্রুত ওই তিন বছরের মেয়েটিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে৷
advertisement
advertisement
স্থানীয় বাসিন্দা ও ওই মহিলার অভিযোগ পাশবিক অত্যাচার করা হয়েছে ওই শিশুর উপর৷ অত্যাচার করে ধর্ষণ করা হয়েছে ওই িশশুকে৷ ঘটনার পর দাবি উঠেছে বিচারের৷ ঘটনার সঙ্গে যারা জড়িত দ্রুত তাদের গ্রেফতার করে শাস্তির দাবি তুলেছেন স্থানীয়রা৷ যাতে অভিযুক্তদের কঠোর শাস্তি হয়, সেই দাবি তোলা হয়েছে৷ সব মিলিয়ে এই নারকীয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়৷
advertisement
বিশ্বজিৎ মিশ্র
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
Crime: তিন বছরের মেয়েকে ধর্ষণ, অত্যাচার! ফাঁসিদেওয়ার ঘটনা নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement