৪ দিন ধরে বন্দি যুবতীকে লাগাতার গণধর্ষণ করল ৪০ জন, নারকীয় উল্লাস অত্যাচারীদের

Last Updated:

আবারও মন ভারাক্রান্ত করার মত ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ যা শুনলে হাড় হিম হবেই হবে ৷ তবে এবারে ভয়াবহ ঘটনার কেন্দ্রস্থল হরিয়ানা ৷

#হরিয়ানা: আবারও মন ভারাক্রান্ত করার মত ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ যা শুনলে হাড় হিম হবেই হবে ৷ তবে এবারে ভয়াবহ ঘটনার কেন্দ্রস্থল হরিয়ানা ৷ পঞ্চরুলার মরনি হিলসে গণধর্ষণের শিকার এক যুবতী ৷ জানা গিয়েছে চণ্ডীগড়ের নিবাসী ২২ বছরের মহিলার ওপরে ৪০ জন শারীরিক অত্যাচার চালিয়েছে ৷ ঘটনার ভয়াবহতা এতটাই যে শুনলেই গা শিউরে উঠেছে ৷ জানা গিয়েছে নির্যাতিতা যুবতীকে বন্দি করে ৪ দিন ধরে ৪০ জন গণধর্ষণ করেছে ৷ দেওয়া হয়েছে চেতনানাশক ইঞ্জেকশনও ৷ চলেছে নির্যাতিতাকে ঘিরে চলেছে পাশবিক উল্লাস ৷
৪০ জন মিলে একটি গেস্ট হাউসে যুবতীকে আটকে রেখে এক এক করে লাগাতার ধর্ষণ করেছে ৷ এরই মাঝে নির্যাতিতা যুবতী তাঁর স্বামীকে ফোন করার চেষ্টা করলে ওই গেস্ট হাউসের ম্যানেজার নির্যাতিতার ফোন কেড়ে নিয়েছিলেন ৷ ৪ দিন পরে কোনও মতে বাইরে বেরিয়ে এসে ফোন করে তাঁর স্বামীকে এই ভয়াবহ ঘটনার কথা জানিয়েছেন ৷
advertisement
পরে স্বামী-স্ত্রী পঞ্চকুলা থানায় অপরাধীদের বিরুদ্ধে অভিযোগ নথিভূক্ত করাতে গেলে পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে চাঁদের চণ্ডীগড়ের মনিমাজরা থানায় পাঠিয়ে দিয়েছেন ৷ মনিমাজরা থানায় নির্যাতিতার ডাক্তারি পরীক্ষা করে অভিযোগ গ্রহণ করেছে পুলিশ দোষীদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআরও ৷
advertisement
গতকাল অর্থাৎ বৃহস্পতিবার দোষীদের বিরুদ্ধে গণধর্ষণ, অপহরণ সহ একাধিক মামলা রুজু করা হয়েছে ৷ পুলিশ প্রধান অভিযুক্তকে গ্রেফতার করেছে, চলছে বাকিদের বিরুদ্ধে চলছে তল্লাশি অভিযানও ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/ক্রাইম/
৪ দিন ধরে বন্দি যুবতীকে লাগাতার গণধর্ষণ করল ৪০ জন, নারকীয় উল্লাস অত্যাচারীদের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement