৪ বছর বয়স থেকে ধর্ষণ করছে মামা, ৩ বার জোর করে গর্ভপাত, আদালতের দ্বারস্থ মহিলা

Last Updated:
#নয়াদিল্লি: শিশু বয়েস থেকেই পাশবিক অত্যাচারের শিকার ৷ ৪ বছর বয়স থেকে প্রতিদিন ছিঁড়ে খেত মামা ৷ প্রতিদিন চলত ধর্ষণ ৷ দিনের পর দিন এই নারকীয় অত্যাচারের ফলে ধর্ষক মামার সন্তানও গর্ভে এসেছে ৷ তারপরও চলত নারকীয় অত্যাচার ৷ একাধিকবার জোর করে গর্ভপাতও করানো হয়েছে ৷ এমনই শিউরে ওঠা ঘটনার অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ নির্যাতিতা ৷
শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবন এমনই পাশবিক অত্যাচারের শিকার হতে হতে অবশেষে ৪০ বছর বয়সে এসে সাহস করে ধর্ষকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করেন ৷ পুলিশি রিপোর্ট অনুযায়ী, ১৯৮১ সালে বয়স যখন মাত্র চার তখন প্রথমবার যৌন হেনস্থার শিকার হন নির্যাতিতা ৷ তারপর থেকে একাধিকবার মামার বিকৃত যৌনতার শিকার হন নির্যাতিতা ৷ বয়ানে মহিলা জানিয়েছেন, নিত্য চলত ধর্ষণ ৷ তার ফলে বেশ কয়েকবার গর্ভবতীও হয়ে পড়েন তিনি ৷ জোর করে গর্ভপাতও করানো হয় ৷ শেষবার গর্ভপাত করানো হয় তখন তিনি দশম শ্রেণীর পড়ুয়া ৷
advertisement
নির্যাতিতা নিজের বয়ানে জানিয়েছেন, বিয়ের পর মামার এই বিকৃত যৌনকামনা কমেনি ৷ ২০১৪ সালে মহিলার ডিভোর্স হয়ে যাওয়ার পর ফের যৌন সম্পর্ক স্থাপনের জন্য কুপ্রস্তাব দিতে থাকে ৷ রুখে দাঁড়ালে চলত লাগাতার হুমকি ৷ বারবার পুরো ঘটনা জানিয়ে পরিবারের কাছে সাহায্য চাইলেও আগের মতো এবারও কেউ তাঁর পাশে দাঁড়ায়নি ৷ ছোটবেলায় তাঁকে এই ঘটনা কাউকে না বলার পরামর্শ দেওয়া হত ৷ শেষে বাধ্য হয়ে ২০১৬ সালে পুলিশে দ্বারস্থ হন মহিলা ৷
advertisement
advertisement
ঘটনাচক্রে সেই ধর্ষক এখন নির্যাতিতার সৎ বোনের স্বামী ৷ পুলিশের অভিযোগ দায়ের হওয়ার পর নিজের পরিবারেই তাঁর বিরুদ্ধে দাঁড়িয়েছেন বলে জানিয়েছে নির্যাতিতা ৷ এমনকী অভিযুক্ত ও তার ছেলে নির্যাতিতাকে প্রতিনিয়ত প্রাণে ফেলার হুমকি দিচ্ছে বলেও জানা গিয়েছে ৷
বাংলা খবর/ খবর/ক্রাইম/
৪ বছর বয়স থেকে ধর্ষণ করছে মামা, ৩ বার জোর করে গর্ভপাত, আদালতের দ্বারস্থ মহিলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement