#কেরালা: জাত-পাত, বর্ণ-বিদ্বেষের ঘেরাটোপে এখনও আটক আমরা। দুনিয়ায় যতই বৈচিত্রের লড়াই চলুক না কেন, মানুষের মন ডুবে রয়েছে অন্ধকারেই। সম্প্রতি এমনই এক মর্মান্তিক ঘটনায় তাজ্জব হয়েছে সমাজের লোক। ২২ বছরের এক তরুণকে হত্যার অভিযোগ এসেছে তাঁর স্ত্রী’র পরিবারের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ সম্মান রক্ষার্থে ওই তরুণকে খুন করা হয়েছে। ঘটনাটি ঘটে শুক্রবার সন্ধ্যায় কেরালার পালক্করে।
পুলিশের তরফে বলা হয়েছে, ২২ বছরের অনীশ একজন চিত্রশিল্পী। ভালবেসে বিয়ে করেছিল হরিতাকে। সেপ্টেম্বরে পালিয়ে গিয়ে একটি স্থানীয় রেজিস্ট্রেশন অফিসে বিয়ে করে তাঁরা।
শুক্রবার অনীশ এবং হরিতার বিয়ের তিন মাস সম্পূর্ণ হয়। অনীশ এবং তাঁর ভাই কেনাকাটা করার জন্য বাড়ির বাইরে গিয়েছিল। মালামকুলাম্বু অঞ্চলে হরিতার বাবা এবং কাকা অনীশের উপর হামলা করে। তাঁকে রাস্তার মধ্যেই মারধর করা হয়। জখম অবস্থায় অনীশকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি। হরিতার বাবা প্রভুকুমার এবং কাকা সুরেশ এখন পুলিশের হেফাজতে।