Bengal Corona Update : বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচে, ভাবাচ্ছে মৃত্যুমিছিল!

Last Updated:

দৈনিক করোনা সংক্রমণ(Covid-19 Daily Cases) ফের বেড়েছে করোনাজয়ীর থেকে। তবু শুক্রবার করোনার টেস্টিং প্রায় সাড়ে ৭৭ হাজার হওয়া সত্ত্বেও সংক্রমণ ২০ হাজার ছাড়িয়ে যায়নি।

স্বাস্থ্য দফতরের রিপোর্টে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েছে ১৯৮৪৭ জন। মোট আক্রান্তের সংখ্যা গতদিন পর্যন্ত ছিল ১২ লক্ষ ৯ হাজার ৯৫৮ জন। এদিন ১৯৮৪৭ জন বেড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৪০৫৪। এদিন মৃত্যু হয়েছে ১৫৯ জনের।
advertisement
রাজ্যের স্বাস্থ্য দফতরের দেওয়া তথ্য অনুযায়ী মোট আক্রান্ত ১২ লক্ষ ২৯ হাজার ৮০৫ জনের মধ্যে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগী ১ লক্ষ ৩২ হাজার ১৮১ জন। এদিন ৬৭১ জন কমল সক্রিয়ের সংখ্যা। দৈনিক আক্রান্ত ১৯৮৪৭ জন। গত ২৪ ঘণ্টায় করোনা মুক্ত হয়েছেন ১৯০১৭ জন। মোট করোনা মুক্ত হলেন ১০ লক্ষ ৮৩ হাজার ৫৭০ জন। সুস্থতার রেট হয়েছে ৮৮.১১ শতাংশ।
advertisement
advertisement
আক্রান্তের হার কলকাতা, উত্তর ২৪ পরগনায় জেলায় এখনও একটু উদ্বেগজনক। কলকাতায় করোনা আক্রান্ত ২৭২৩৯৭। এদিন ৩৫৬০ জন আক্রান্ত হয়েছেন। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। এখানে আক্রান্ত ২৬২৯৮৮। জন। এদিন আক্রান্ত হয়েছেন ৪২৪০ জন। তারপরেই আছে দক্ষিণ ২৪ পরগনা। দক্ষিণ ২৪ পরগনায় ১২৯৬ জন বেড়ে হয়েছে ৭৫৭৪১। হাওড়ায় আক্রান্ত ৭৪৭৮৬। এদিন আক্রান্ত হয়েছেন ১২৪৬ জন। হুগলিতে ১৩৯৩ জন বেড়ে আক্রান্ত ৬৪১৬৭ জন।
advertisement
এদিনের করোনা বুলেটিনে জানানো হয়েছে শেষ ২৪ ঘন্টায় করোনা টেস্ট হয়েছে ১ কোটি ১৭ লক্ষ ৮৬ হাজার ৩৯৭। ১১৪টি ল্যাবরেটরিতে এই টেস্টিং হচ্ছে। ১০ লক্ষ জনের মধ্যে টেস্টিং রেট ১৩০৯০৭। এদিন টেস্টিং হয়েছে ৭৭৬২৭ জনের। মোট টেস্টিংয়ের নিরিখে করোনা সক্রিয়ের হার ১০.৪৩ শতাংশ।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Bengal Corona Update : বাংলায় দৈনিক করোনা সংক্রমণ ২০ হাজারের নিচে, ভাবাচ্ছে মৃত্যুমিছিল!
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement