গৃহবন্দি জারিন খানের মুখে গজাল গোঁফ ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
একে করোনা ভাইরাসের আতঙ্ক তারমধ্যে বলিউড অভিনেত্রী জারিন খানের পোস্ট নিয়ে নতুন জ্বল্পনা শুরু হল।
#মুম্বই: চারিদিকে এখন শুধুই করোনা আতঙ্ক। সারা বিশ্বের মানুষ কার্যত গৃ্হবন্দী। করোনা ছোঁয়াচে রোগ। তাই যাতে এই রোগ বা ভাইরাস বহু মানুষের মধ্যে ছড়িয়ে না পড়ে সেই জন্যই এই যুদ্ধকালীন তৎপরতা। সাধারণ মানুষের সঙ্গে সঙ্গে হলি থেকে বলি সব সেলেবরাই এখন হোম কোয়ারেন্টাইনে। বাড়িতে থেকেই সকলে সকলের মতো করে সময় কাটাচ্ছেন।
এরই মধ্যে বলিউড অভিনেত্রী জারিন খানের পোস্ট নিয়ে জ্বল্পনা শুরু হল। তাঁর পোস্ট দেখে মনে হতেই পারে করোনা আতঙ্কের জেরে গোঁফ গজাল অভিনেত্রীর মুখে। জারিন তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি নিজের মুখে গোঁফ লাগিয়ে ছবি পোস্ট করেন। তিনি লেখেন, "আমাকে কি চার্লি চ্যাপলিন বা হিটলারের মতো লাগছে?" এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়। যদিও মোটেও গোঁফ ওঠেনি তাঁর। তিনি আইল্যাশ লাগিয়ে গোঁফ বানিয়ে মজা করে পোস্ট করলেন।
advertisement
View this post on InstagramCharlie Chaplin OR Adolf Hitler ?! #OneMoustacheDifferentMen #JustForFun #ZareenKhan
advertisement
Location :
First Published :
March 18, 2020 11:10 PM IST