করোনা রুখতে 'ওয়ার্ক ফ্রম হোম' করছেন ? মাথায় রাখুন এই বিষয়গুলি--

Last Updated:

শুনতে যতটা সহজ মনে হয়, আদৌ বিষয়টা ততটা সহজ নয়! ঠিকঠাকভাবে ওয়র্ক ফ্রম হোম করার জন্য রইল কিছু টিপস--

#কলকাতা: বিশ্ব জুরে করোনা ছড়াচ্ছে দ্রুত গতিতে। ভারতে এই মারণ রোগ আক্রন্তের সংখ্যা ৩৪৭। তার মধ্যে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ৭ জনের। আজ রাত ১২ টা থেকে পুরো দেশ লকডাউন, জাতির উদ্দেশ্যে ভাষণে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । আজ রাত ১২ টা থেকে আগামী ২১ দিনের জন্য গোটা দেশে লকডাউন জারি করা হল । আজ রাত ১২টার পর আর কেউ বাড়ির বাইরে বেরতে পারবে না, করোনা মোকাবিলায় এমনই সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার ।
এই পরিস্থিতিতে গত সপ্তাহ থেকেই ‘ওয়ার্ক ফ্রম হোম’ বেছে নিয়েছে দেশের একধিক সংস্থা। তবে শুনতে যতটা সহজ মনে হয়, আদৌ বিষয়টা ততটা সহজ নয়! ঠিকঠাকভাবে ওয়র্ক ফ্রম হোম করার জন্য রইল কিছু টিপস--
পরিবারের সদস্যদের বুঝতে দিন, বাড়িতে বসে কাজ করলেও আপনি অফিসে যতখানি কাজ করতেন, এখনও ঠিক ততটাই কাজ করছেন। বাড়িতে আছেন মানেই আপনি তাঁদের জন্য সবসময় হাজির থাকবেন, এমনটা নয়!... প্রথমেই এই ধারনাটা তৈরি করুন।
advertisement
advertisement
আগেই বাড়িতে এমন একটি জায়গা বেঁছে নিন, যেখানে নিশ্চিন্তে বসে অফিসের কাজ করতে পারবেন।
যেখানে বসে কাজ করছেন, তার চারপাশটা যেন পরিষ্কার, খোলামেলা হয়। কাজের ফাঁকে চারপাশে তাকালে যেন মনখারাপ বা অবসাদ না হয়। মাথায় রাখবেন, বাড়িতে বসে কাজ করতে কিন্তু একসময় একঘেয়েমি তৈরি হতে পারে, কারণ এখানে আপনার সহকর্মীরা কেউ নেই।
advertisement
আগেভাগেই ফোন এবং ল্যাপটপে চার্জ দিয়ে রাখুন।
আপনার বাড়িতে ইন্টারনেট স্পিড এবং কানেক্টিভিটি কেমন, তা আগে থেকেই পরীক্ষা করে  নিন।
একটা নির্দিষ্ট সময় মেনে কাজ শুরু আর শেষ করার চেষ্টা করুন।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা রুখতে 'ওয়ার্ক ফ্রম হোম' করছেন ? মাথায় রাখুন এই বিষয়গুলি--
Next Article
advertisement
Mamata Banerjee: ‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর, মৃতদের ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা
‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর, আর্থিক সাহায্যেরও ঘোষণা
  • ‘SIR আতঙ্কে’ মৃত ও অসুস্থদের পাশে দাঁড়ানোর বার্তা মুখ্যমন্ত্রীর

  • মৃতদের ২ লক্ষ ও অসুস্থদের ১ লক্ষ টাকা দেওয়ার ঘোষণা

  • আর্থিক সাহায্যের ঘোষণা

VIEW MORE
advertisement
advertisement