শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানিতেই খুশি অভিনেতা শুভজিৎ, জামাইকে পাশে বসিয়ে খাওয়ালেন প্রিয়মের মা

Last Updated:

কর্মসূত্রেই আলাপ হয়েছিল প্রিয়ম ও শুভজিতের, তারপরেই প্রেম, অবশেষে বিয়ে

#কলকাতা: বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ প্রিয়ম ও শুভজিৎ ৷ বেশ কয়েক বছর বন্ধুত্বের পরেই বিয়ে হয়েছে প্রিয়ম ও শুভজিতের ৷ বিয়ের পরে প্রথম জামাইষষ্ঠীতে শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানি দিয়েই খাওয়া দাওয়া সেরেছেন শুভজিৎ ৷ প্রিয়ম বাংলা টেলিভশনে একাধিক ধারাবাহিক যেমন লুকোচুরি, নিয়তি-সহ বেশ কিছু ধারাবাহিকের মাধ্যমে দর্শকের বেশ কাছের মানুষে পরিণত হয়েছেন প্রিয়ম ৷
শুভজিৎও বেশ পরিচিত মুখ ৷ অভিনয় সূত্রেই প্রিয়ম অভিজিতের পরিচয় হয়েছিল ৷ ভাললাগার বন্ধুত্ব সময়ের চাহিদায় ভালবাসায় পরিণত হয়েছে ৷ ফল সরূপ বেশ সুখেই ঘর করছেন প্রিয়ম ও শুভজিৎ ৷ করোনা ভাইরাসের সংক্রমণের কারণে ঠিক যতটুকু না করলে নয়, সামান্য টুকুই জামাইষষ্ঠীতে আয়োজন করেছিলেন প্রিয়মের মা ৷
নিজের হাতে বিরিয়ানি রান্না করেছেন জামাইয়ের জন্য ৷ এর বাইরে বেশি কিছু আয়োজন বা আনন্দ উল্লাস করাটা এই মুহূর্তে বিলাসিতা বলেই মনে করেছেন প্রিয়ম ৷ তাই সাদামাটা জামাইষষ্ঠী দিয়েই তিথি পালন হল শুভজিতের জন্য ৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শাশুড়ি মায়ের হাতের বিরিয়ানিতেই খুশি অভিনেতা শুভজিৎ, জামাইকে পাশে বসিয়ে খাওয়ালেন প্রিয়মের মা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement