#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডাকে আজ ১৪ ঘণ্টার জনতা কার্ফু দেশজুড়ে ৷ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়তে দেশবাসীর কাছে আবেদন করেছেন ৷ কেউ যেন কোনও ভাবেই বাড়ি থেকেনা বেরোন ৷ রবিবার এক অভূতপূর্ব বন্ধ হতে চলেছে যেখানে দেবাসীকে একসূত্রে গেঁথে প্রধানমন্ত্রী আবেদন জানিয়েছেন ৷
বিকেল ৫টার পরে থালা বাজিয়, ঘণ্টা বাজিয়ে অভিভাবদন জানানোর আবেদন করেছেন নরেন্দ্র মোদি ৷ তাঁদেরই প্রাপ্তি যাঁরা করোনার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এখনও ৷ বাস, ট্রেন-সহ অন্য যানবাহন চলার ক্ষেত্রে নিয়ন্ত্রিত হচ্ছে ৷ একই সঙ্গে রাজস্থানও লকডাউন হতে চলেছে ৷ অর্থাৎ সরকারি দফতর, প্রতিষ্ঠান ও দোকান বাজার বন্ধ থাকছে ৷ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯ টা পর্যন্ত স্তব্ধ হচ্ছে দেশ ৷
শনিবার সারা দেশে প্রায় ৬০ জন নতুন করে করোনা আক্রান্তের ঘটনা প্রকাশ্যে এসেছে ৷ ৩১ মার্চ পর্যন্ত বিহার, মহারাষ্ট্র, ওড়িশা আংশিক বন্ধ থাকছে ৷ মোট আক্রান্ত তিনশো ছাড়িয়েছে ৷ তাই প্রতিটি দেশবাসীর কাছে কঠিন সময় এসেছে ৷
Published by:Arjun Neogi
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।