করোনা সন্দেহে বৃদ্ধা মা-কে জঙ্গলে ফেলে পালাল ছেলে ও দুই মেয়ে !

Last Updated:

‘মা, তুমি এই বনে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব...’ এই কথা বলেই বৃদ্ধাকে জঙ্গলের এক জায়গায় রেখে পালিয়ে যায় তাঁর ছেলেমেয়েরা ৷

#ঢাকা: ছিল শুধু সর্দি- কাশি এবং হালকা জ্বর ৷ তার জন্য চিকিৎসা করানো তো দূর ৷ করোনা সন্দেহে বৃদ্ধা মা-কে জঙ্গলে ফেলে চলে এল ছেলে, দুই মেয়ে এবং জামাই ৷ ডাক্তার দেখানোর নাম করেই রাতের অন্ধকারে বাংলাদেশের শখীপুর জঙ্গলে বৃ্দ্ধা মা-কে ফেলে এলেন তাঁর সন্তানেরা ৷
‘মা, তুমি এই বনে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব...’ এই কথা বলেই বৃদ্ধাকে জঙ্গলের এক জায়গায় রেখে পালিয়ে যায় তাঁর ছেলেমেয়েরা ৷ গভীর রাতে বৃদ্ধার কান্না শুনে স্থানীয় মানুষ প্রশাসনকে খবর দেন। রাত দেড়টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়। করোনার উপসর্গ থাকায় অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে। কিন্তু সেখানে বেড না-থাকায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
advertisement
কীভাবে সন্তানেরা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন? গ্রামবাসীরা খোঁজ না পেলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ বৃদ্ধাকে শিয়াল–কুকুরে খেয়েই ফেলত ! সত্যি এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভাল ৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা সন্দেহে বৃদ্ধা মা-কে জঙ্গলে ফেলে পালাল ছেলে ও দুই মেয়ে !
Next Article
advertisement
Dilip Ghosh: ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
ছাব্বিশের আগেই গুরুদায়িত্বে ফিরছেন দিলীপ? শুভেন্দুর সামনেই মহা চাল দিলেন শমীক
  • ছাব্বিশের বিধানসভা ভোটে নিজেদের শক্তি প্রদর্শনে মরিয়া বঙ্গের গেরুয়া ব্রিগেড। সেই লক্ষ্যে এবার আরএসএসের সঙ্গে সমন্বয় বৈঠক করছে বঙ্গ বিজেপি। বৃহস্পতিবার সেই বৈঠক শেষ হলেও অবশ্য নতুন রাজ্য কমিটি গঠন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

VIEW MORE
advertisement
advertisement