#ঢাকা: ছিল শুধু সর্দি- কাশি এবং হালকা জ্বর ৷ তার জন্য চিকিৎসা করানো তো দূর ৷ করোনা সন্দেহে বৃদ্ধা মা-কে জঙ্গলে ফেলে চলে এল ছেলে, দুই মেয়ে এবং জামাই ৷ ডাক্তার দেখানোর নাম করেই রাতের অন্ধকারে বাংলাদেশের শখীপুর জঙ্গলে বৃ্দ্ধা মা-কে ফেলে এলেন তাঁর সন্তানেরা ৷
‘মা, তুমি এই বনে এক রাত থাকো। কাল এসে তোমাকে নিয়ে যাব...’ এই কথা বলেই বৃদ্ধাকে জঙ্গলের এক জায়গায় রেখে পালিয়ে যায় তাঁর ছেলেমেয়েরা ৷ গভীর রাতে বৃদ্ধার কান্না শুনে স্থানীয় মানুষ প্রশাসনকে খবর দেন। রাত দেড়টা নাগাদ তাঁকে উদ্ধার করা হয়। করোনার উপসর্গ থাকায় অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় ঢাকার কুয়েত মৈত্রী হাসপাতালে। কিন্তু সেখানে বেড না-থাকায় বৃদ্ধাকে ঢাকা মেডিকেল কলেজে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
কীভাবে সন্তানেরা মায়ের সঙ্গে এমন অমানবিক আচরণ করলেন? গ্রামবাসীরা খোঁজ না পেলে রাতের বেলা হয়তো ওই অসুস্থ বৃদ্ধাকে শিয়াল–কুকুরে খেয়েই ফেলত ! সত্যি এমন সন্তান থাকার চেয়ে না থাকা ভাল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus