দেশ বিপর্যয়ের মুখে, এই সময় Reliance Foundation'-এর 'Mission Anna Seva' এক মহৎ উদ্যোগ: নীতা আম্বানি

Last Updated:

মিশন অন্ন সেবার মাধ্যমে দেশের ৩ কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দেবে রিলায়েন্স ৷

#মুম্বই: দেশজুড়ে আতঙ্কের এখন একটাই নাম ৷ সেটা হল করোনা ভাইরাস ৷ এই মারণ ভাইরাসের জেরে গোটা বিশ্বজুড়েই প্রবল সঙ্কটে পড়েছে মানবজাতি ৷ তীব্র অর্থনৈতিক সঙ্কটের মুখেও দাঁড়িয়ে গোটা দেশ ৷ এই কঠিন সময় সংস্থার কর্মীদের পাশে দাঁড়াল Reliance ৷ রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি সংস্থার কর্মীদের উদ্দেশ্যে জানিয়েছেন,
আমার প্রিয় রিলায়েন্স পরিবার ৷ আশা করি আপনারা এবং আপনাদের পরিবারের সবাই ভাল আছেন ৷
কোভিড-১৯ অতিমারি গোটা বিশ্বের কাছেই এখন যথেষ্ট আতঙ্কের বিষয় ৷ ভারতের কাছেও তাই ৷ এটা অত্যন্ত কঠিন সময় ৷ আপনারাও নিশ্চয় দুশ্চিন্তার মধ্যে রয়েছেন ৷ কিন্তু মনে রাখবেন আপনারা কেউ একলা নেই ৷ মুকেশ আর আমার কাছে আপনারাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ৷ আপনার এবং আপনার পরিবারের প্রত্যেকে যাতে এই কঠিন সময় ভাল থাকেন, সুস্থ থাকেন ৷ সেটা দেখা আমাদের দায়িত্ব ৷
advertisement
advertisement
ভারতে এখন লকডাউনের সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে ৷ গোটা দেশের নাগরিকরা কী কঠিন অবস্থায় দিন কাটাচ্ছেন, তা দেখেও খুব খারাপ লাগছে ৷ কারণ প্রত্যেকেই আমাদের ‘ভারত পরিবার’-এর অংশ ৷
advertisement
মিশন অন্ন সেবার মাধ্যমে দেশের ৩ কোটি মানুষের কাছে খাবার পৌঁছে দেব আমরা, যারা করোনা যুদ্ধে সবার সামনে রয়েছেন ৷ মিশন অন্ন সেবা হল গোটা বিশ্বেই কোনও কর্পোরেট ফাউন্ডেশন মারফত সবচেয়ে বড় ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম ৷ এই প্রোগ্রামের মধ্যে রয়েছেন বস্তিবাসী থেকে শুরু করে, কারখানার শ্রমিক, আর্বান সার্ভিস প্রোভাইডার, বৃদ্ধাশ্রম এবং অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত মানুষরা ৷ BMC-র সঙ্গে এই পার্টনারশিপে মুম্বইয়ে ভারতের প্রথম ১০০ বেডের এক্সক্লুসিভ কোভিড-১৯ হাসপাতাল গড়ে তুলতে সফল হয়েছে রিলায়েন্স ৷ আমরা আরও একলক্ষ মাস্ক এবং এক লক্ষ পিপিই তৈরি করব দেশের স্বাস্থ্যকর্মীদের জন্য ৷ এমার্জেন্সি গাড়ির জন্য রিলায়েন্সের পক্ষ থেকে বিনামূল্যে জ্বালানির ব্যবস্থা করা হচ্ছে ৷ যাতে কোভিড-১৯-এর রোগীরা ঠিকসময় এবং দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পৌঁছতে পারেন ৷ রিলায়েন্স রিটেলের কর্মীরা গোটা দেশে কাজ করছেন ৷ এবং জরুরী সামগ্রী ২০০টি শহরে সরবরাহ করছেন ৷ পাশাপাশি জিও-র কর্মীরাও দিনরাত কাজ করছেন, যাতে নিখুঁত ডিজিটাল পরিষেবা দেওয়া সম্ভব হয় ৪০ কোটি বেশি গ্রাহক এবং হাজারের বেশি সংস্থার জন্য ৷ ওয়ার্ক ফ্রম হোম, স্টাডি ফ্রম হোমের সময় যা অত্যন্ত প্রয়োজন ৷
advertisement
এর পাশাপাশি করোনা মোকাবিলায় পিএম কেয়ার্স ফান্ডে ৫৩৫ কোটি টাকা ইতিমধ্যেই দান করেছে রিলায়েন্স ফাউন্ডেশন ৷ মুকেশ এবং আমি রিলায়েন্স পরিবারের প্রত্যেকে যারা এই কঠিন সময়ও দারুণ কাজ করছেন, তাঁদের জানাই স্যাল্যুট ৷ আপনারাই রিলায়েন্সের শক্তি ৷ প্রত্যেকের জন্যই আমরা গর্বিত ৷ আপনারাই কোভিড-১৯-র বিরুদ্ধে বীর নায়কের মতো লড়াই করছেন ৷ ‘করোনা হারেগা, ইন্ডিয়া জিতেগা’ ৷
advertisement
Stay safe, stay happy.
God bless.
Jai Hind!
Nita M Ambani
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
দেশ বিপর্যয়ের মুখে, এই সময় Reliance Foundation'-এর 'Mission Anna Seva' এক মহৎ উদ্যোগ: নীতা আম্বানি
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement