গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ বাংলাদেশে ! নতুন করে করোনা আক্রান্ত ১২০২ জন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
এই নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০,০৬৫ জন ৷
#ঢাকা: বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ৷ সেইসঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যাও ৷ গত ২৪ ঘণ্টায় সে দেশে রেকর্ড সংখ্যায় সংক্রমণের খবর পাওয়া গিয়েছে ! একদিনের মধ্যেই বাংলাদেশে ১২০২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে ৷ এই নিয়ে বাংলাদেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ২০,০৬৫ জন ৷ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৫ জনের। এখনও পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৮ জনের।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিনে বলা হয়, দেশের ৪১টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় ৮,৫৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। সেখানেই ১২০২ জন নতুন করে করোনা পজিটিভের রিপোর্ট পাওয়া গিয়েছে ৷ গতকাল, বৃহস্পতিবার পর্যন্ত নতুন করে করোনা শনাক্ত হয়েছিলেন ১,০৪১ জন। দেশে নভেল করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। এরপর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় বাংলাদেশে।
advertisement
advertisement
Location :
First Published :
May 15, 2020 3:26 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংক্রমণ বাংলাদেশে ! নতুন করে করোনা আক্রান্ত ১২০২ জন