পিপিই কিট পরে মালাবদল-সিঁদুরদান! কোভিড কেয়ার সেন্টারেই বসল বিয়ের আসর! ভাইরাল ভিডিও...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
পাত্রী করেনা পজিটিভ হওয়ায় বিয়ের সব প্ল্যান ভেস্তে যায়৷ কিন্তু যে কোনও উপায়ে বিয়ে করতেই হবে৷ তাই অবশেষে তারা কোভিড কেয়ার সেন্টারে পিপিই কিট পড়ে বিয়ে করেন৷
#রাজস্থান: করোনাভাইরাস মহামারী বিশ্বজুড়ে এনেছে এক অস্বাভাবিক পরিবর্তন যা প্রভাব বিস্তার করেছে বহুক্ষেত্রেই৷ উৎসব এবং ধর্মীয় অনুষ্ঠানগুলিও প্রভাবিত করেছে এই মহামারী। তবে সমস্ত বাধা থাকা সত্ত্বেও স্বল্প আড়ম্বরে বা ভিন্ন উপায়ে বিভিন্ন উৎসব উদযাপন করেছে বিশ্ববাসী৷
এমতাবস্থায় রাজস্থানের এক দম্পতির বিয়ে উদাহরণ হয়ে রইল। পাত্রী করেনা পজিটিভ হওয়ায় বিয়ের সব প্ল্যান ভেস্তে যায়৷ কিন্তু যে কোনও উপায়ে বিয়ে করতেই হবে৷ তাই অবশেষে তারা কোভিড কেয়ার সেন্টারে পিপিই কিট পড়ে বিয়ে করেন৷ নজিরবিহীন এই ঘটনায় হতবাক দেশবাসী৷ রবিবার রাজস্থানের বড়ার কেলওয়ারা কোভিড সেন্টারে আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান৷ সংবাদসংস্থা এএনআই-র প্রকাশিত এই ক্লিপটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷
advertisement
#WATCH Rajasthan: A couple gets married at Kelwara Covid Centre in Bara, Shahbad wearing PPE kits as bride's #COVID19 report came positive on the wedding day.
The marriage ceremony was conducted following the govt's Covid protocols. pic.twitter.com/6cSPrJzWjR — ANI (@ANI) December 6, 2020
advertisement
advertisement
ভিডিওটিতে আরও বলা হয়েছে যে সরকার কর্তৃক করোনাভাইরাসের প্রোটোকলের কথা মাথায় রেখে এই বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করা হয়। পিপিই কিটের পরা থাকলেও বরের মাথায় ছিল পাগড়ি৷ ভিডিওটিতে আরও দেখা যায়, দম্পতি যথেষ্ট সতর্কতার সঙ্গে সামাজিক দূরত্ব বজায় রেখে বিয়ের কাজ সারেন৷ গ্লাভস পরেই হয়েছে মালাবদল থেকে সিঁদুরদান৷
— Pritesh Shah (@priteshshah_) December 6, 2020
advertisement
ভিডিওটিতে নেটিজেনদের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া মিলেছে৷ কেউ কেউ করেছেন প্রশংসা তো কেউ কেউ করেছেন রসিকতা৷ কয়েকটি মিমস্ ও তৈরী হয়েছে এই ঘটনাকে ঘিরে৷
Simli Dasgupta
Location :
First Published :
December 07, 2020 2:20 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পিপিই কিট পরে মালাবদল-সিঁদুরদান! কোভিড কেয়ার সেন্টারেই বসল বিয়ের আসর! ভাইরাল ভিডিও...