Puri Rath Yatra : এবারও ভক্ত ছাড়া জগন্নাথ সেবা! পুরীতে রথযাত্রা পালন কোভিড বিধি মেনেই....

Last Updated:

ড়তে থাকা সংক্রমণের (Covid-19) কথা মাথায় রেখে চলতি বছরের রথযাত্রা অনুষ্ঠানে একাধিক বিধিনিষেধ (Corona Protocol) জারি করা হয়েছে। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পুরীর রথযাত্রায় এবছর অংশগ্রহণ করতে পারবেন কেবলমাত্র সেবাইতরা।

ওডিশার স্পেশ্যাল রিলিফ কমিশনার প্রদীপ কে জেনা বলেন, 'কোভিড বিধির কথা মাথায় রেখেই ২০২১ সালে পুরীর রথযাত্রায় ভক্তদের উপর নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে। কেবলমাত্র সেবাইতরাই অংশগ্রহণ করতে পারবেন এবারের রথযাত্রা অনুষ্ঠানে। এ বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে চলা হবে।'
advertisement
advertisement
জানানো হয়েছে ওড়িশায় রথযাত্রা চলাকালীন পুরী জুড়ে কার্ফু জারি থাকবে। গত বছরের মতো এবারেও ভার্চুয়াল মাধ্যমে রথযাত্রার অনুষ্ঠান টেলিকাস্ট করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। রথযাত্রার সরাসরি সম্প্রচারের ফিড সংবাদমাধ্যমগুলোকে পাঠিয়ে দেওয়া হবে। ২০২০ সালে কোভিড পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয় রথযাত্রার অনুষ্ঠান। ধুমধাম করে ভক্ত সমাগমের বদলে কেবলমাত্র মন্দির কর্তৃপক্ষ এবং সেবাইতরাই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছিলেন। সুপ্রিম কোর্ট রথযাত্রা পালনের জন্য বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেছিল গত বছর। সেই নির্দেশিকা মেনেই এবছরও রথযাত্রা পালন করা হবে বলে জানিয়েছেন প্রদীপ কে জেনা।
advertisement
দেশ জুড়ে ধীরে ধীরে করোনা পরিস্থিতি কিছুটা সদর্থক হলেও পুরীর মন্দির প্রশাসন জানিয়ে দিয়েছে, গত বছরের মত এবারেও রথযাত্রায় শ্রীমন্দিরে ভক্তদের প্রবেশের প্রশ্ন নেই। স্নানযাত্রার আয়োজনে ও রথযাত্রা দিনেও নানা বিধিনিষেধে আরও একটি  ভক্তশূন্য রথযাত্রাই দেখতে চলেছে জগন্নাথ ধাম।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Puri Rath Yatra : এবারও ভক্ত ছাড়া জগন্নাথ সেবা! পুরীতে রথযাত্রা পালন কোভিড বিধি মেনেই....
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement