হোম /খবর /দেশ /
Unlock 2: বদলাল নাইট কার্ফুর সময়, ১ জুলাই থেকে কী কী খুলছে দেখে নিন

Unlock 2: বদলাল নাইট কার্ফুর সময়, ১ জুলাই থেকে কী কী খুলছে দেখে নিন

৩১ জুলাই পর্যন্ত সমস্ত কন্টেইনমেন্ট জোনে লকডাউন, আনলক 2 নির্দেশিকা জারি করল কেন্দ্র ৷ বুধবার অর্থাৎ পয়লা জুলাই থেকে হবে জারি ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: করোনা সংক্রমণের মোকাবিলায় জারি রইল লকডাউন ৷ মারণ ভাইরাসের সঙ্গে লড়াই জারি রেখেই শুরু আনলক ২ ৷ সংক্রমণ রোখার প্রচেষ্টার সঙ্গেই এবার জনজীবনকে আরও স্বাভাবিক ছন্দে ফেরাতে আনলক ২-এর নির্দেশিকা জারি কেন্দ্রের ৷

৩১ জুলাই পর্যন্ত সমস্ত কন্টেইনমেন্ট জোনে চলবে লকডাউন ৷ আনলকের দ্বিতীয় পর্যায়ে বদলে গিয়েছে নাইট কার্ফুর সময় ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, ১ জুলাই থেকে রাত ১০ টা থেকে ভোর পাঁচটা অবধি এই কার্ফু জারি থাকবে। শর্তসাপেক্ষে এতে ছাড় পাবেন শিফটিং অথবা নাইট শিফটে কাজ করা অফিস কর্মীরা ও নিত্য প্রয়োজনীয় পরিষেবা ও দ্রব্য পরিবহণের কাজে যুক্ত থাকা ব্যক্তিরা ৷ তবে নাইট কার্ফু চলাকালীন কোনও কারখানা বা সংস্থা খোলা রাখা যাবে না ৷ রাজ্য সড়ক ও জাতীয় সড়ক সহ সমস্ত রাস্তাতেই বন্ধ থাকবে গাড়ি চলাচল ৷

এই পর্যায়েও বন্ধ থাকবে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ৷ তবে অনলাইন ও ডিস্টেন্স এডুকেশন চলবে। স্বরাষ্ট্রমন্ত্রকের অনুমতি ছাড়া কোনও বিমান চলবে না ৷ বন্ধ থাকবে আন্তর্জাতিক বিমান পরিষেবা ৷ তবে ঘরোয়া বিমান চলাচল বা বিদেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলতে থাকবে। চলবে না ট্রেন, মেট্রো রেলও ৷ শুধুমাত্র চালানো হবে স্পেশাল ও শ্রমিক স্পেশাল ট্রেন ৷ আপাতত খোলার সম্ভাবনা নেই সিনেমা হল, জিম ও সুইমিং পুল ৷ নয়া নির্দেশিকা অনুযায়ী, সামাজিক, রাজনৈতিক, বিনোদন, শিক্ষামূলক, যেকোনও ধরনের সমাবেশে জারি থাকছে নিষেধাজ্ঞা ৷ ৩১ জুলাইয়ের মধ্যে এরকম কোনও জমায়েত করা যাবে না ৷

আনলক ২ নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মধ্যে বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে পণ্য বা যাত্রী পরিবহণে কোনও বাধা নেই ৷ এর জন্য কোনও ই-পারমিট নেওয়ার প্রয়োজন নেই ৷

নির্দেশিকায় স্পষ্টভাবে ৬৫ বছরের বেশি বয়সী, অসুস্থ ব্যক্তি, গর্ভবতী মহিলা এবং ১০ বছরের নীচের শিশুদের একান্তই কোনও প্রয়োজন বা জরুরি কারণ ছাড়া বাড়ি থেকে বেরতে নিষেধ করা হয়েছে ৷

Published by:Elina Datta
First published:

Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, Unlock 2, Unlock 2.0