advertisement

COVID-19 মোকাবিলায় বিরাট অঙ্কের অর্থ অনুদানের পাশাপাশি আরও সাহায্যের প্রতিশ্রুতি Nestlé India-র

Last Updated:

গরীব-দুঃস্থদের জন্য ১৫ কোটি টাকা অর্থসাহায্যের কথা আগেই ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফে ৷

#কলকাতা: মারণ ভাইরাস করোনা থাবা বসিয়েছে গোটা ভারতেই ৷ দেশে করোনা আক্রান্তের সংখ্যাটা বুধবারই পাঁচ হাজারের গণ্ডি পেরিয়ে গিয়েছিল। বৃহস্পতিবার সেই সংখ্যাটা আরও বেশ খানিকটা বেড়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়ে দিল, গত ২৪ ঘণ্টায় করোনায় সংক্রমিত হয়েছেন আরও ৫৪০ জন। ফলে গোটা দেশ জুড়ে এখন আক্রান্তের সংখ্যাটা ৫ হাজার ৭৩৪ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যাও ১৭ জন বেড়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ১৬৬ জন করোনার শিকার হয়ে প্রাণ হারিয়েছেন। তবে এর মধ্যে সুস্থও হয়ে উঠেছেন ৪৭২ জন।
করোনা মোকাবিলায় সরকারের সাহায্যে বিভিন্ন কর্পোরেট সংস্থাই এখনও পর্যন্ত এগিয়ে এসেছে ৷ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের পাশাপাশি রাজ্য সরকারগুলির করোনা  রিলিফ ফান্ডেও বিপুল অঙ্কের অর্থ অনুদানের কথা ঘোষণা করেছে দেশের বিভিন্ন কর্পোরেট সংস্থাই ৷ এই কাজে পিছিয়ে নেই Nestlé India-ও ৷ এই ভয়ঙ্কর কোভিড-১৯ ক্রাইসিসে দেশকে সাহায্য করতে সবরকম ভাবে তৈরি বলে সংস্থার পক্ষ থেকে আবারও জানানো হয়েছে ৷ গরীব-দুঃস্থদের জন্য ১৫ কোটি টাকা অর্থসাহায্যের কথা আগেই ঘোষণা করা হয়েছিল সংস্থার তরফে ৷ এই কাজে দেশের প্রথমসারির বিভিন্ন এনজিও-র সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছে নেসলে ৷ যাতে মুদি সামগ্রী, ওষুধপত্র সবার কাছে পৌঁছনো সম্ভব হয় ৷ বিভিন্ন ওষুধের সরঞ্জাম এবং পিপিই পোশাক কেনার জন্যও নারায়ণা রুদায়লায় ফাউন্ডেশনকে দিয়েছে সংস্থা ৷ শুধু তাই নয়, করোনা মোকাবিলায় সাহায্য করতে এগিয়ে এসেছে নেসলে ইন্ডিয়ার কর্মীরাও ৷ “Employee voluntary contribution program” মারফত ভারতীয় রেড ক্রস সোসাইটির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করছেন নেসলে ইন্ডিয়ার কর্মীরা ৷ এর পাশাপাশি ‘নেসলে সুরক্ষা’ প্রোগ্রামও চালু করা হয়েছে সংস্থার তরফে ৷ কোম্পানির সেলস ইনসেনটিভসের ১০০ শতাংশ দান করা হবে কোভিড-১৯ মোকাবিলায় ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID-19 মোকাবিলায় বিরাট অঙ্কের অর্থ অনুদানের পাশাপাশি আরও সাহায্যের প্রতিশ্রুতি Nestlé India-র
Next Article
advertisement
Mamata Banerjee on Ajit Pawar Plane Crash: 'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক ইঙ্গিত মমতার, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
'পুরনো দলে ফেরার আগেই কেন দুর্ঘটনা?' বিস্ফোরক মমতা, সুপ্রিম কোর্টের অধীনে তদন্ত দাবি
  • অজিত পওয়ারের মৃত্যুতে বিস্ফোরক অভিযোগ মমতার৷

  • পুরনো দল এনসিপি-তে মিশে যেতে চেয়েছিলেন পওয়ার, দাবি মুখ্যমন্ত্রীর৷

  • সুপ্রিম কোর্টের অধীনে তদন্তের দাবি৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement