বাংলাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, রাজধানী ঢাকাতে সংক্রমণ সবচেয়ে বেশি !

Last Updated:

কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে বাংলাদেশে ৷

#ঢাকা: গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি মার্কিন যুক্তরাষ্ট্রে ৷ ইউরোপের বিভিন্ন দেশ, এশিয়ার চিন, ইরানের পর সংক্রমণের তালিকায় খুব একটা পিছিয়ে নেই পাকিস্তান, ভারত এবং বাংলাদেশ ৷ কোভিড-১৯-এ আক্রান্তের সংখ্যা ক্রমশই বাড়ছে বাংলাদেশে ৷ রাজধানী ঢাকায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি বলে জানা গিয়েছে ৷ গোটা দেশে এখনও পর্যন্ত কোভিড-১৯ শনাক্ত ১২৩১-এর মধ্যে ৫১৮ জনই হলেন ঢাকা নিবাসী ৷
ঢাকার যেসমস্ত এলাকায় করোনাভাইরাস শনাক্ত পাওয়া গিয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য হল- ওয়ারি ২৬, টোলারবাগ ১৯, যাত্রাবাড়ি ১৯, লালবাগ ১৮, ধানমন্ডি ১৮, উত্তরা ১৭, তেজগাঁও ১৬, মহম্মদপুর ২০, বাসাবো ১৪, গেন্ডারিয়া ১৩, বাবু বাজার ১১, মহাখালীতে ১০, মগবাজার ১০, মিরপুর (১২) ১০, গ্রিন রোড ১০, বনানী ৮  এবং বাড্ডা ৬ জন। ঢাকার করোনা ‘হটস্পট’ বা সবচেয়ে বিপজ্জনক স্থান এখন নারায়ণগঞ্জ জেলা ৷ সেখানে ২০০-র বেশি মানুষ করোনা আক্রান্ত ৷
advertisement
রাজধানীর বাইরে কোন জেলায় কতজন শনাক্ত দেখে নিন তালিকা-
advertisement
রাজধানীর বাইরে ঢাকা জেলায় ২৮, গাজীপুর ৫৩, কিশোরগঞ্জ ১৭, মাদারিপুর ১৯, মানিকগঞ্জ ৫ জন, নারায়ণগঞ্জ ২১৪, মুন্সিগঞ্জ ২১, নরসিংদী ২৮, রাজবাড়ী ৬, ফরিদপুর ২, টাঙ্গাইল ৯, চট্টগ্রাম ৩১, কক্সবজার ১, কুমিল্লা ১৪, ব্রাহ্মণবাড়িয়া ৮, লহ্মীপুর ১, নোয়াখালি ১, চাঁদপুর ৬, মৌলভীবাজার ২, সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ১, সিলেট ১, রংপুর ২, গাইবান্ধা ১২, নীলফামারী ৬, লালমনিরহাট ২, কুড়িগ্রাম ২, দিনাজপুর ৭, ঠাকুরগাঁও ৩, খুলনা ১, নড়াইল ১, চুয়াডাঙ্গা ১, ময়মনসিংহ ৭, জামালপুর ১২, নেত্রকোনা ৪, শেরপুর ৩, বরগুনা ৪, বরিশাল ১০, পটুয়াখালী ২, পিরোজপুর ৪, ঝালকাঠি ৩ ও রাজশাহীতে ৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
advertisement
তথ্য সৌজন্যে- কালের কন্ঠ
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বাংলাদেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, রাজধানী ঢাকাতে সংক্রমণ সবচেয়ে বেশি !
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement