আমফানে সওয়ার হয়ে ৫ দিন আগেই আন্দামানে বর্ষা, বিলম্বিত হতে পারে কেরলে আগমন

Last Updated:

অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দ্বিগুন শক্তি নিয়ে আগামী বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর আছড়ে পড়তে পারে আমফান৷

আবহ দফতরের যা পূর্বাভাস ছিল, তার পাঁচ দিন আগেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে বর্ষা৷ তবে এর ফলে কেরল উপকূলে ভারতীয় মূল ভূখণ্ডে বর্ষার পৌঁছনোর সময়ে কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহবিদরা৷ সাধারণ নিয়মে কেরল হয়েই প্রতি বছর মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে৷ স্বাভাবিক নিয়মে ১ জুন কেরলে বর্ষার প্রবেশ করার কথা৷ তবে এ বছর তা পিছিয়ে ৫ জুন হতে পারে৷ এর জন্য অবশ্য ঘূর্ণিঝড় আমফানকেই দায়ী করছেন আবহবিদরা৷ কারণ অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় সমস্ত মৌসুমী হাওয়া শুষে নিচ্ছে বলেই জানিয়েছেন আবহবিদরা৷
advertisement
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দ্বিগুন শক্তি নিয়ে আগামী বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর আছড়ে পড়তে পারে আমফান৷ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়৷ সমুদ্রের উপরে দীর্ঘ অবস্থানের কারণে তার শক্তি আরও বৃদ্ধি হচ্ছে৷ আগামী বুধবার দিঘা উপকূল এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে কোনও একটি জায়গায় আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড়, এমনই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আমফানে সওয়ার হয়ে ৫ দিন আগেই আন্দামানে বর্ষা, বিলম্বিত হতে পারে কেরলে আগমন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement