আমফানে সওয়ার হয়ে ৫ দিন আগেই আন্দামানে বর্ষা, বিলম্বিত হতে পারে কেরলে আগমন
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দ্বিগুন শক্তি নিয়ে আগামী বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর আছড়ে পড়তে পারে আমফান৷
আবহ দফতরের যা পূর্বাভাস ছিল, তার পাঁচ দিন আগেই আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে পৌঁছে গিয়েছে বর্ষা৷ তবে এর ফলে কেরল উপকূলে ভারতীয় মূল ভূখণ্ডে বর্ষার পৌঁছনোর সময়ে কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন আবহবিদরা৷ সাধারণ নিয়মে কেরল হয়েই প্রতি বছর মৌসুমী বায়ু ভারতে প্রবেশ করে৷ স্বাভাবিক নিয়মে ১ জুন কেরলে বর্ষার প্রবেশ করার কথা৷ তবে এ বছর তা পিছিয়ে ৫ জুন হতে পারে৷ এর জন্য অবশ্য ঘূর্ণিঝড় আমফানকেই দায়ী করছেন আবহবিদরা৷ কারণ অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড় সমস্ত মৌসুমী হাওয়া শুষে নিচ্ছে বলেই জানিয়েছেন আবহবিদরা৷
advertisement
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে দ্বিগুন শক্তি নিয়ে আগামী বুধবার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূল বরাবর আছড়ে পড়তে পারে আমফান৷ অত্যন্ত ধীর গতিতে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়৷ সমুদ্রের উপরে দীর্ঘ অবস্থানের কারণে তার শক্তি আরও বৃদ্ধি হচ্ছে৷ আগামী বুধবার দিঘা উপকূল এবং বাংলাদেশের হাতিয়া দ্বীপপুঞ্জের মধ্যে কোনও একটি জায়গায় আঘাত হানতে চলেছে ঘূর্ণিঝড়, এমনই সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর৷
advertisement
Location :
First Published :
May 18, 2020 8:18 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
আমফানে সওয়ার হয়ে ৫ দিন আগেই আন্দামানে বর্ষা, বিলম্বিত হতে পারে কেরলে আগমন