অনাহারে ঝিমিয়ে পড়েছে, লকডাউনে চরম খাদ্য সংকটে সেবক পাহাড়ের বাঁদরবাহিনী

Last Updated:

জঙ্গল ছেড়ে যে বাঁদরবাহিনী রাস্তা দখল করে বসত। আজ তারা বড়ই অসহায়।

#শিলিগুড়িঃ করোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন। আজ থেকে ফের আরও দু'সপ্তাহের জন্যে লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। লকডাউনের জেরে বন্ধ যান চলাচল। শুনশান রাস্তাঘাট। পাহাড় থেকে সাগর সর্বত্রই ছবিটা এক। লম্বা লকডাউনের জেরে সেবক পাহাড়ও থমথমে। চারপাশ খাঁ খাঁ করছে। আর এতেই মহা সমস্যায় পড়েছে সেবকের বাঁদরবাহিনী। পর্যটকের দেখা নেই। পথে নেই যাত্রীবাহী বাস। জঙ্গল ছেড়ে যে বাঁদরবাহিনী রাস্তা দখল করে বসত। আজ তারা বড়ই  অসহায়।
সেবক পাহাড়ের বাঁদরের বাঁদরামির কথা কারও অজানা নয়! গাড়ি দেখলেই লাফিয়ে বনেডে উঠে পড়া, জানলা দিয়ে খাবারের প্যাকেট ছিনিয়ে নেওয়া- তাদের প্রতিদিনের কাহিনী। অনেকেই তাতে অতিষ্ঠ হয়ে উঠতেন। আবার অনেকেই ভয়ে সিঁটিয়ে  যেতেন। এখন কঠিন সময়ের মধ্যে গোটা দেশ। লকডাউনে রাস্তায় দেখা নেই মানুষের। বন্ধ পর্যটন ব্যবসা। পর্যটক এবং বাস যাত্রীদের ছোঁড়া খাবার ছিল বাঁদরের প্রতিদিনের রসদ। টানা লকডাউন চলায় খাদ্য সংকটে পড়েছে বাঁদরবাহিনী। বন্ধ  বাঁদরামি।
advertisement
advertisement
তারা এখন খাবারের খোঁজে ব্যস্ত। কিছু বাঁদর জঙ্গলে আশ্রয় নিয়েছে। তবে অধিকাংশ বাঁদরই রয়েছে করোনেশন সেতু এবং লাগোয়া ১০ ও ৩১ নং জাতীয় সড়কে। শিলিগুড়ি এবং ডুয়ার্সের কিছু সাধারন মানুষ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এগিয়ে এসছেন। লকডাউনের মধ্যেও ঝুঁকি নিয়ে আসছেন সেবক পাহাড়ের কোলে। বাঁদরবাহিনীর জন্যে খাবার নিয়ে। কেউ টমেটো নিয়ে হাজির হচ্ছে। ক্রমেই যেখানে স্বাদ বদলাচ্ছিল বাঁদরের। মোমো, চিপস-সহ রকমারি ফাস্টফুড তাদের প্রিয় হয়ে উঠছিল। এখন লকডাউনের সময়ে সেই কলা, তরমুজ, টমেটোতে ফিরে এসেছে বাঁদরবাহিনী।
advertisement
আজ শিলিগুড়ির 'সৃষ্টি' নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌঁছন সেবকে। সঙ্গে কলা আর তরমুজের ডালি নিয়ে। দেড় হাজার জাহাজী কলা আর এক কুইন্টাল তরমুজ। নিজেরাই আদর করে খাওয়ান বাঁদরদের। কোথায় বাঁদরামি! খাবারের অভাবে আজ শান্ত ওরাও! সংগঠনের সদস্য গৌতম গোস্বামী জানান, অন্যরাও এগিয়ে এলে ওরা অভুক্ত থাকবে না।
Partha Sarkar
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অনাহারে ঝিমিয়ে পড়েছে, লকডাউনে চরম খাদ্য সংকটে সেবক পাহাড়ের বাঁদরবাহিনী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement