করোনার সঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, কমছে প্লেটলেটও

Last Updated:

গত ১৪ সেপ্টেম্বর মনীশ সিসোদিয়ার করোনা ধরা পড়েছিল৷ জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় গত বুধবার তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ রাজ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷

#নয়াদিল্লি: করোনার সঙ্গে ডেঙ্গিতেও আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া৷ তাঁর ব্লাড প্লেটলেট কাউন্টও কমতে শুরু করেছে৷ অন্যদিকে করোনার ধাক্কা সামলে উঠলেও শরীরে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় ফের হাসপাতালে ভর্তি করতে হয়েছে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে৷ তাঁকে আইসিইউ-তে রাখতে হয়েছে৷
গত ১৪ সেপ্টেম্বর মনীশ সিসোদিয়ার করোনা ধরা পড়েছিল৷ জ্বর এবং শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় গত বুধবার তাঁকে দিল্লির লোক নায়ক জয়প্রকাশ রাজ নারায়ণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ কিন্তু তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ার পর দিল্লির উপমুখ্যমন্ত্রীকে বেসরকারি ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে৷ মনীশ সিসোদিয়ার অফিস থেকে দেওয়া বিবৃতিতেই বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে৷ যদিও বৃহস্পতিবার দুপুরেও তাঁর অবস্থা স্থিতিশীল ছিল৷ তাঁকে আইসিইউ থেকে বের করেও আনা হয়৷
advertisement
অন্যদিকে অসমের প্রাক্তন মুখ্যমন্ত্রী তরুণ গগৈকে বৃহস্পতিবার ফের একবার গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করতে হয়েছে৷ গত মাসে করোনা ভাইরাস সংক্রমণে আক্রান্ত হন তিনি৷ কিন্তু বৃহস্পতিবার তাঁর শরীরে ফের অক্সিজেনের মাত্রা কমে যায়৷ তাই আবারও তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে৷
advertisement
বৃহস্পতিবার সকালে তরুণ গগৈয়ের শরীরে অক্সিজেনের মাত্রা্ কমে ৮২ হয়ে যায়৷ যদিও বিকেলের মধ্যে ফের তা বেড়ে ৯২-৯৩ তে পৌঁছে যায় বলে তরুণ গগৈয়ের পরিবার এবং চিকিৎসকদের সূত্রে দাবি হয়েছে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে সাংসদ গৌরব গগৈ জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে৷ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আইসিইউ-তে রাখতে হয়েছে৷
advertisement
৮৫ বছর বয়সি তরুণ গগৈয়ের গত ২৬ অগাস্ট করোনা সংক্রমণ ধরা পড়েছিল৷ গত ১ সেপ্টেম্বর তাঁকে প্লাজমা দেওয়া হয়৷ এর পর সুস্থ হয়ে উঠেছিলেন তিনি৷ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, তরুণ গগৈয়ের শারীরিক পরিস্থিতি নিয়ে দিল্লির এইমস-এর চিকিৎসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে আলোচনা করবেন গুয়াহাটি মেডিক্যাল কলেজের চিকিৎসকরা৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনার সঙ্গে ডেঙ্গিতে আক্রান্ত দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া, কমছে প্লেটলেটও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement