#ওয়াশিংটন: প্রথম ডোজের পর এ বার করোনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নিলেন কমলা হ্যারিস ৷ প্রথমবারের মত এ বারেও জনসমক্ষে ভ্যাকসিন নিলেন তিনি ৷ নিজের ট্যুইটারে তিনি জানান, আজ ন্যাশনাল ইনস্টিটিউট যাওয়ার সময় কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করলেন তিনি৷ বিশ্ববাসীর উদ্দেশ্যে তিনি জানান, জনসাধারণের ভ্যাকসিনেশনের সুযোগ এলে অপেক্ষা না করে যেন অবশ্যই তা গ্রহণ করেন সকলে ৷ কারণ এটি নিরাপদ, সহজ ও জীবনদায়ী৷
Today I received my second dose of the COVID-19 vaccine during a visit to @NIH. When it becomes available to you, don’t wait — get vaccinated. It's safe, easy, and it saves lives. pic.twitter.com/WRaJ3XvTCz
— Vice President Kamala Harris (@VP) January 27, 2021
এর আগে গত ২১ ডিসেম্বর কোভিড-১৯ ভ্যাকসিন নেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। ৭৮ বছরের বাইডেনের ভ্যাকসিন নেওয়ার দৃশ্যও টেলিভিশনে লাইভ সম্প্রচার করা হয়। ভ্যাকসিন নেওয়ার পর সকল আমেরিকাবাসীদেরও ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি জানান, ভ্যাকসিন নেওয়া যে উদ্বেগজনক নয় তা বোঝাতেই সর্বসমক্ষে ভ্যাকসিন গ্রহণ করেছেন তিনি। আমেরিকানদের তিনি দেখাতে চান যে, ভ্যাকসিন নেওয়া নিরাপদ।
গত বুধবার আমেরিকার গণতন্ত্রের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। প্রথম মহিলা হিসেবে ভাইস প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করেন কমলা হ্যারিস। তবে তিনি শুধু প্রথম মহিলা মার্কিন ভাইস প্রেসিডেন্টই হলেন না, পাশাপাশি প্রথম অশ্বেতাঙ্গ এবং প্রথম দক্ষিণ এশীয় বংশোদ্ভূত হিসেবেও ইতিহাস তৈরি করলেন। শপথগ্রহণ করার পরেই তিনি ট্যুইট করেন, ‘আমি কাজ করতে তৈরি।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Kamala Harris, Vaccination