#কলকাতা: সংসদের নেতাদের সঙ্গে বৈঠকে লকডাউন আরও বাড়ানোরই ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী। সেই সম্ভাবনাকে উসকে দিয়ে এ বার আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সমস্ত বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিতে শুরু করল বিমান সংস্থাগুলি। বৃহস্পতিবার ইন্ডিগোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে, তাদের সমস্ত আন্তর্জাতিক পরিষেবা বন্ধ রাখা হচ্ছে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে এ-ও জানানো হয়েছে যে, যাঁরা ইতিমধ্যেই ওই দিনের মধ্যে টিকিট কেটে রেখেছিলেন, তাদের যাবতীয় বুকিং বাতিল করা হচ্ছে। তবে এতে যাতে কোনও রকম ক্ষতি না হয়, তার ব্যবস্থাও করা হয়েছে। যাঁরা টিকিট কেটে ফেলেছেন, তাঁদের টাকা এক বছর পর্যন্ত গচ্ছিত রাখবে ইন্ডিগো। তার মধ্যে ওই টাকায় টিকিট কেটে যেখানে খুশি যেতে পারবেন সংশ্লিষ্ট ক্রেতা।
এর আগে একই রকম ভাবে দেশে এবং বিদেশে বিমান পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে এয়ার ইন্ডিয়া। লকডাউন ঘোষণা হওয়ার পর ২৫ মার্চ থেকে সারা দেশেই বিমান পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্রীয় সরকার। শুধু কিছু বিদেশে আটকে পড়া যাত্রীদের মুম্বই এবং দিল্লি ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল দিল্লির সরকার। ইন্ডিগোর এক আধিকারিক বলেন, "৩০ তারিখ পর্যন্ত বিমান পরিষেবা স্বাভাবিক হওয়ার কোনও সম্ভাবনা নেই দেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।"
Shalini Datta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Indigo