#দিল্লি: সেপ্টেম্বর মাস থেকেই বাজারে মিলতে পারে ভারতে উৎপাদিত স্পুটনিক ভি ভ্যাকসিন৷ সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া বিবৃতিতে এমনই দাবি করেছে ভারতে এই টিকা বিক্রির দায়িত্বে থাকা সংস্থা ডক্টর রেড্ডিজ৷
রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিন এই মুহূর্তে আমদানি করতে হচ্ছে ভারতে৷ একান্তই যদি সেপ্টেম্বরে সম্ভব না হয়, সেক্ষেত্রে অক্টোবরে ভারতে তৈরি স্পুটনিক ভি দেশের দেশের বিভিন্ন প্রান্তে মিলবে বলেই আশ্বস্ত করেছে ডক্টর রেড্ডিজ৷
সংস্থার তরফে জানানো হয়েছে, সাড়ে ৩১ লক্ষ প্রথম ডোজ এবং সাড়ে চার লক্ষ দ্বিতীয় ডোজের টিকা তৈরির উপাদান তাদের হাতে চলে এসেছে৷ সরবরাহ আরও বাড়ানোর জন্য রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডকে অনুরোধ করেছে ডক্টর রেড্ডিজ৷ টিকার উৎপাদনের জন্য ভারতে তাদের সঙ্গে যে সংস্থাগুলি কাজ করছে তাদেরও প্রস্তুত থাকতে বলা হয়েছে৷
সংস্থার তরফে আরও জানানো হয়েছে, মে মাস থেকে ভারতে টিকার উৎপাদনের প্রস্তুতি শুরু হয়েছিল৷ বর্তমানে দেশের অন্তত আশিটি শহরে টিকা ছড়িয়ে দেওয়ার মতো পরিকাঠামো তৈরি করে ফেলেছে সংস্থা৷
রাশিয়ায় তৈরি স্পুটনিক ভি মাইনাস ১৮ ডিগ্রি তাপমাত্রায় সংরক্ষণ করতে হয়৷ সেই কারণে দেশের বড় বড় হাসপাতালগুলির সঙ্গে গাঁটছড়া বেঁধেছে ডক্টর রেড্ডিজ৷ তিনশোটি জায়গায় তৈরি হয়েছে কোল্ড চেন৷ ভারতে এই টিকা উৎপাদনের ক্ষেত্রে রাশিয়ার তরফে যারা দায়িত্বে রয়েছে, সেই আরডিআইএফ-ও ইতিমধ্যেই জানিয়েছে, সেপ্টেম্বর থেকেই ভারতে স্পুটনিক ভি-র উৎপাদন গতি পাবে৷ গোটা বিশ্বের মধ্যে ভারত স্পুটনিক ভি-র উৎপাদনের অন্যতম বড় হাব বলেও আশাবাদী আরডিআইএফ৷
পুণের সিরাম ইনস্টিটিউট বছরে স্পুটনিক ভি-র ৩০ কোটি ডোজ উৎপাদন করবে৷ ভারতে স্পুটনিক ভি-র বিক্রির জন্য ডক্টর রেড্ডিজ-এর সঙ্গে চুক্তি হয়েছে আরডিআইএফ-এর৷ তৃতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়ালে দেখা গিয়েছে, করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে স্পুটনিক ভি ৯১.৬ শতাংশ কার্যকর৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।