Salman Khan : ৬০-এ পা দিতে ৬ দিন বাকি! সলমান খান 'বুড়ো' হওয়ার ভয়ে কাঁটা! জিমের ছবি পোস্ট করে যা লিখলেন ভাইজান...
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Salman Khan : বলিউডের ভাইজান তিনি। সেই সলমান খান একটি বড় মাইলফলকের দিকে এগোচ্ছেন। ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দেবেন তিনি। আর মাত্র ছদিন বাকি। এরই মধ্যে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের বয়সের কথা মনে করিয়ে দিলেন!
মুম্বই : বলিউডের ভাইজান তিনি। সেই সলমান খান একটি বড় মাইলফলকের দিকে এগোচ্ছেন। ২৭ ডিসেম্বর ৬০ বছরে পা দেবেন তিনি। আর মাত্র ছদিন বাকি। এরই মধ্যে অভিনেতা সোশ্যাল মিডিয়ায় নিজের বয়সের কথা মনে করিয়ে দিলেন! আর তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ, এই বয়সেও তিনি যে ফিট রয়েছেন, সেটাই দেখালেন।
ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে সলমানকে তাঁর নিজস্ব জিমে দেখা যাচ্ছে। তিনি কালো ভেস্ট এবং নীল শর্টস পরে আছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তিনি নিজের ফিট বডি প্রদর্শন করছেন। ক্লিন-শেভ লুক এবং বয়সকে চ্যালেঞ্জ জানানো শরীর নজর কেড়েছে সবার।
ছবিগুলোর সঙ্গে মজার ছলে তিনি লিখেছেন, “আমি চাই, ৬০ বছর বয়সে যেন আমি এমনই দেখাই! আর মাত্র ৬ দিন বাকি..।”
advertisement
advertisement
সেই পোস্ট মুহূর্তের মধ্যেই প্রশংসায় ভরে ওঠে। সংগীতা বিজলানি মন্তব্য করেন, “তুমি সত্যিই এমনই দেখাচ্ছো, আর চিরকাল এমনই দেখাবে।” একতা কাপুর লেখেন, “৪৫ বছর বয়সেও আপনি দারুণ স্যর।” বিন্দু দারা সিং যোগ করেন, “দেখতে দারুণ লাগছে ব্রো।”
ভক্তরাও কম উৎসাহী ছিলেন না। একজন ভক্ত তাঁকে “ফিটনেস আইকন” বলে আখ্যা দেন। আরেকজন লেখেন, “আগাম জন্মদিনের শুভেচ্ছা ভাইজান।” এক ভক্ত মন্তব্য করেন, “ভাইজান, আপনাকে ভীষণ সুদর্শন আর ফিট দেখাচ্ছে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। বড় দিনের জন্য আগাম শুভেচ্ছা।”
advertisement
আরও পড়ুন- পূর্ব মেদিনীপুরে গান গাইতে গিয়ে হেনস্থার শিকার সঙ্গীতশিল্পী লগ্নজিতা! মারধরের চেষ্টা
সলমান খানকে এবার ব্যাটল অফ গালওয়ান ছবিতে দেখা যাবে। ২০২০ সালে ভারত ও চীনের মধ্যে গালওয়ান উপত্যকার সংঘর্ষের ওপর ভিত্তি করে তৈরি এই ছবি। অপূর্ব লাখিয়া পরিচালিত এই ছবিটিকে সালমান খানের কেরিয়ারের অন্যতম বড় প্রোজেক্ট হিসেবে দেখা হচ্ছে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Dec 22, 2025 11:00 PM IST










