#রায়পুর: করোনাভাইরাসের জেরে লকডাউন (Coronavirus Lockdown) চলছে ছত্তিশগড়ে (Chhattisgarh Lockdown)। এক ব্যক্তি প্রয়োজনীয় ওষুধ কিনতে রাস্তায় বেরিয়েছিলেন। অভিযোগ, সেই ব্যক্তিকে রাস্তায় বেরনোর অপরাধে চড় মারেন রাজ্যের সূরজগড়ের জেলাশাসক রণবীর শর্মা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। আর তার পরেই ওই জেলাশাসককে সাসপেন্ড করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল (Bhupesh Baghel)।
রবিবার একাধিক ট্যুইট করে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী বাঘেল। তিনি এই ঘটনার জন্য ক্ষমাও চেয়েছেন ট্যুইটে। তিনি ট্যুইটে লিখেছেন, 'সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এক ব্যক্তির সঙ্গে সূরজপুরের জেলাশাসক রণবীর শর্মার দুর্ব্যবহার আমার নজরে এসেছে। এটা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। ছত্তিশগড়ে এই ধরনের ঘটনা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। রণবীর শর্মাকে দ্রুত সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে।'
सोशल मीडिया के माध्यम से सूरजपुर कलेक्टर रणबीर शर्मा द्वारा एक नवयुवक से दुर्व्यवहार का मामला मेरे संज्ञान में आया है। यह बेहद दुखद और निंदनीय है। छत्तीसगढ़ में इस तरह का कोई कृत्य कतई बर्दाश्त नहीं किया जाएगा। कलेक्टर रणबीर शर्मा को तत्काल प्रभाव से हटाने के निर्देश दिए हैं।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) May 23, 2021
किसी भी अधिकारी का शासकीय जीवन में इस तरह का आचरण स्वीकार्य नहीं है। इस घटना से क्षुब्ध हूँ। मैं नवयुवक व उनके परिजनों से खेद व्यक्त करता हूँ।
— Bhupesh Baghel (@bhupeshbaghel) May 23, 2021
মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের এই নির্দেশের পরই অভিযুক্ত জেলাশাসককে নব রায়পুরের মন্ত্রালয়ে বদলি করা হয়েছে। রায়পুর জেলা পঞ্চায়েতের চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) গৌরব কুমার সিংকে সূরজপুরের নতুন জেলাশাসকের পদে বসানো হয়েছে। হিন্দিতে আরও একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী বাঘেল লিখেছেন, 'এক অফিসারের তরফে এমন দুর্ব্যবহার কোনও ভাবেই গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় আমি খুবই দুঃখিত। ওই ব্যক্তি ও তাঁর পরিবারের কাছে আমি ক্ষমা চাইছি।'
পরে রণবীর শর্মা নিজেও ক্ষমা চেয়েছেন। তাঁর বক্তব্য, 'সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে লকডাউনের মধ্যে এক ব্যক্তিকে চড় মারতে দেখা গিয়েছে আমাকে। আমি এই ঘটমায় ক্ষমাপ্রার্থী। এভাবে কাউকে অশ্রদ্ধা করার কোনও অভিপ্রায় আমার ছিল না।' IAS অ্যাসোসিয়েশনের তরফেও রণবীর শর্মার এমন কাজের তীব্র নিন্দা করা হয়েছে। ট্যুইট করে গোটা ঘটনার নিন্দা করেছে সংস্থা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhupesh baghel, Chhattisgarh