করোনাযুদ্ধে নয়া অস্ত্র- Hydroxychloroquine, করোনা চিকিৎসায় কীভাবে এটি ব্যবহার করা যেতে পারে ? জেনে নিন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
করোনা আক্রান্ত বা সন্দেহভাজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পরেও যদি উপসর্গ না থাকে, সেক্ষেত্রেও হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে ৷
#কলকাতা: করোনাযুদ্ধে নয়া অস্ত্র - হাইড্রক্সিক্লোরোকুইন। এই ওষুধ ব্যবহারে অনুমতি দিয়েছে ICMR। যাতে আশার আলো দেখছে চিকিৎসকমহল।
করোনা যুদ্ধে কিছুটা হলেও আশার আলো। হাইড্রক্সিক্লোরোকুইন ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিল ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। ICMR জানিয়েছে, করোনায় আক্রান্তের সংস্পর্শে এলেই হাইড্রক্সিক্লোরোকুইন দেওয়া যাবে ৷ সন্দেহভাজন আক্রান্তের সংস্পর্শে এলেও দেওয়া যাবে হাইড্রক্সিক্লোরোকুইন৷ করোনা আক্রান্ত বা সন্দেহভাজন করোনা আক্রান্তের সংস্পর্শে আসার পরেও যদি উপসর্গ না থাকে, সেক্ষেত্রেও হাইড্রক্সিক্লোরোকুইন ব্যবহার করা যেতে পারে ৷ চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের জন্যও এই ওষুধ ব্যবহারে ছাড়পত্র দিয়েছে ICMR ৷
advertisement
চিকিৎসকদের মতে, এটা একটা আশার আলো। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ব্যবহার করতে পারেন। মাইল্ডভাবে যাঁরা আক্রান্ত তাঁদের দেওয়া যেতে পারে ৷ আমেরিকা চারটে ওষুধের কথা বলেছে। যেটা যেখানে পাওয়া যায়। তার মধ্যে এ দেশে হাইড্রক্সিক্লোরোকুইন---সিভিয়রভাবে যারা আক্রান্ত তাদের দেওয়া যেতে পারে ৷ তবে ১৫ বছরের কম বয়সিদের হাইড্রক্সিক্লোরোকুইন দিতে নিষেধ করেছে ICMR ৷
advertisement
Location :
First Published :
March 24, 2020 12:18 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনাযুদ্ধে নয়া অস্ত্র- Hydroxychloroquine, করোনা চিকিৎসায় কীভাবে এটি ব্যবহার করা যেতে পারে ? জেনে নিন