তুমুল আতঙ্ক! লোকসভার হাউজকিপারের শরীরে করোনার থাবা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে ৪৫ জনের।
#নয়াদিল্লি: লোকসভার সেক্রেটারিয়েটে রক্ষণাবেক্ষণের কাজ করা এক ব্যক্তির শরীরে মিলল করোনা ভাইরাস। খবর ছড়াতেই প্রশ্ন উঠতে শুরু করল, কতটা সুরক্ষিত লোকসভার অন্দর। এবার সাংসদরাও সংক্রমিত হবেন না তো!
সংবাদসংস্থা সূত্রে খবর, দিন কয়েক ধরেই জ্বরসর্দিতে ভুগছিলেন লোকসভা সেক্রেটারিয়েটের এই হাউজকিপার। ফলে কাজেও যোগ দিতে পারেননি তিনি। তাঁকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়। এ দিন তার শরীরে করোনা পজিটিভ আসে।
সংবাদসংস্থা আরও জানাচ্ছে ওই ব্যক্তির পরিবারের ১১ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাঁদের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছে এর মধ্যেই। দিল্লিতে ইতিমধ্যেই করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুও হয়েছে ৪৫ জনের। নতুন করে পুলিশ বিভাগে সংক্রমণ ছড়ানোয় আতঙ্ক তৈরি হয়েছে।
advertisement
Location :
First Published :
April 21, 2020 1:53 PM IST