করোনামুক্তিতে হোমিওপ্যাথির বড় সাফল্য! মাসে ৬ দিন এই ওষুধ খেতে বলছেন চিকিৎসকরা
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
চিকিৎসক শাহ-র পরামর্শ, ভিনরাজ্য থেকে যে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরছেন, তাঁদের জন্যও এই ওষুধ কার্যকর হবে।
মুম্বই: ভারত করোনা আক্রান্তের সংখ্যা এই মুহূর্তে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে এই মুহূর্তে খোঁজ চলছে করোনা ভ্যাকসিনের। চিকিৎসা বিশেষজ্ঞরা সাফ জানাচ্ছেন, ভ্যাকসিন ছাড়া কোনও বিকল্প পথ নেই করোনা মোকাবিলার। এই পরিস্থিতিতেই নতুন করে আশার আলো জ্বালাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসা। একদিকে রোগীর শরীরে প্রতিরোধ গড়ে তোলা, অন্য দিকে করোনা রোগীকে সারিয়ে তোলা, সাফল্যের খবর আসছে বারবার।
গত ১৩ মে থেকে করোনার হাল্কা উপসর্গ নিয়ে ভোপালের সরকারি হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তিন জন রোগীকে ভর্তি করা হয়৷ দশদিনে ছুটি পেয়েছেন তাঁরা। কিন্তু কী ভাবে কাজ করছে এই হোমিওপ্যাথির দাওয়াই? একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মুম্বইয়ের চিকিৎসক জহর শাহ বিশ্বের ১০০ জন চিকিৎসকের সঙ্গে সাথে কথা বলে একটি বিশেষ পথ্য তৈরি করেছেন। এই পথ্য মানবশরীরে অনেক অনেকগুণ বাড়িয়ে দেয়। ফলে সংক্রমণের সম্ভাবনা কমে যায়।
advertisement
এখনও পর্যন্ত মোট ২২০০০ পুলিশ কর্মী ৪০০০ দমকল কর্মী, ধারাবি বস্তির বহু মানুষকে এই ওষুধ দেওয়া হয়েছে। চিকিৎসকদের দাবি, সাইক্রো নিউরোএন্ডোক্রিনে এই ওষুধ কার্যকর হয়। আয়ূষমন্ত্রকের নির্দেশিকা মেনেই এই ওষুধ তৈরি করা হয়েছে।
advertisement
এই ওষুধের তালিকায় রয়েছে মূলত দুটি ওষুধের নাম। যথা, আর্সেনিক অ্যালবাম ও ক্যাম্পর এম ওয়ান। করোনার প্রকোপের সঙ্গেই বিশ্বজুড়ে এই ওষুধের চাহিদা বাড়ছে। চিকিৎসকরা বলছেন এই ওষুধের সবচেয়ে ভাল দিক হল এটি মাসে একবার ব্যবহার করতে হয়। দু'টি ওষুধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হয় তিনদিন তিন বেলা।
advertisement
চিকিৎসক শাহ-র পরামর্শ, ভিনরাজ্য থেকে যে পরিযায়ী শ্রমিকরা নিজের রাজ্যে ফিরছেন, তাঁদের জন্যও এই ওষুধ কার্যকর হবে।
Location :
First Published :
May 25, 2020 4:19 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনামুক্তিতে হোমিওপ্যাথির বড় সাফল্য! মাসে ৬ দিন এই ওষুধ খেতে বলছেন চিকিৎসকরা