Home /News /coronavirus-latest-news /
Kolkata Gym: ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকলেই জিমে ঢোকার অনুমতি দেওয়া হোক, দাবি মালিকদের

Kolkata Gym: ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকলেই জিমে ঢোকার অনুমতি দেওয়া হোক, দাবি মালিকদের

Representational Image

Representational Image

বিধিনিষেধ-সহ জিম খুললে অনেক মানুষই উপকৃত হবেন বলে মত জিম মালিকদের ৷

 • Share this:

  কলকাতা: করোনা অতিমারিতে যে ব্যবসাগুলির সবচেয়ে খারাপ অবস্থা, তাদের মধ্যে অন্যতম হল জিম ৷ গতবছর লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শহরের জিমগুলি ৷ এরপর পরে তা খুললেও এ বছর কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের তা বন্ধ ৷  এভাবে দিনের পর দিন জিমগুলি বন্ধ থাকায় স্বভাবতই চরম লোকসানের মুখে পড়তে হয়েছে শহরের ছোট-বড় সব জিমেরই মালিকদের ৷ অনেক ছোট জিম তো প্রায় বন্ধ হওয়ার জোগাড় ৷ তাই যেমন শহরের বিভিন্ন পার্কে যদি করোনার ভ্যাকসিনের শংসাপত্র দেখে ঢোকা যায়, তাহলে জিমের ক্ষেত্রে তা হবে না কেন ? ভ্যাকসিনের অন্তত একটা ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে জিমে ঢোকার অনুমতি দেওয়া হোক ৷ এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছেন শহরের জিমগুলির মালিকের একাংশ ৷

  জিম মালিকদের একাংশের দাবি, গত বছরের পর এ বছরও সংক্রমণ বাড়ার পর থেকে সব জিম বন্ধ ৷ জিমের সঙ্গে জড়িত মানুষদের অবস্থা অত্যন্ত খারাপ ৷ ছোটখাটো জিমগুলি প্রায় বন্ধ হওয়ার জোগাড় ৷ তাই যেখানে অন্যান্য অনেক কিছুই খোলার অনুমতি মিলেছে ৷ সেখানে জিমও খোলার অনুমতি দেওয়া হোক ৷ এর জন্য জিম ওনার্স অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে ৷

  জিম মালিকদের মতে, গত বছর সব বিধি নিষেধ মেনেই জিমগুলি খোলা হয়েছিল ৷ প্রয়োজনে জিমের এসি বন্ধ রাখা হবে ৷ জিমগুলি যথেষ্ট ভালোভাবেই স্যানিটাইজ করা হচ্ছে ৷ দূরত্ববিধি মেনে শরীরচর্চা করার অনুমতি মিললে তা মানুষের স্বাস্থ্যের জন্যও ভাল ৷ বিধিনিষেধ-সহ জিম খুললে অনেক মানুষই উপকৃত হবেন ৷

  Published by:Siddhartha Sarkar
  First published:

  Tags: Gym, Kolkata

  পরবর্তী খবর