Kolkata Gym: ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকলেই জিমে ঢোকার অনুমতি দেওয়া হোক, দাবি মালিকদের

Last Updated:

বিধিনিষেধ-সহ জিম খুললে অনেক মানুষই উপকৃত হবেন বলে মত জিম মালিকদের ৷

কলকাতা: করোনা অতিমারিতে যে ব্যবসাগুলির সবচেয়ে খারাপ অবস্থা, তাদের মধ্যে অন্যতম হল জিম ৷ গতবছর লকডাউনের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ ছিল শহরের জিমগুলি ৷ এরপর পরে তা খুললেও এ বছর কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় ফের তা বন্ধ ৷  এভাবে দিনের পর দিন জিমগুলি বন্ধ থাকায় স্বভাবতই চরম লোকসানের মুখে পড়তে হয়েছে শহরের ছোট-বড় সব জিমেরই মালিকদের ৷ অনেক ছোট জিম তো প্রায় বন্ধ হওয়ার জোগাড় ৷ তাই যেমন শহরের বিভিন্ন পার্কে যদি করোনার ভ্যাকসিনের শংসাপত্র দেখে ঢোকা যায়, তাহলে জিমের ক্ষেত্রে তা হবে না কেন ? ভ্যাকসিনের অন্তত একটা ডোজ নেওয়ার সার্টিফিকেট দেখিয়ে জিমে ঢোকার অনুমতি দেওয়া হোক ৷ এই দাবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখছেন শহরের জিমগুলির মালিকের একাংশ ৷
জিম মালিকদের একাংশের দাবি, গত বছরের পর এ বছরও সংক্রমণ বাড়ার পর থেকে সব জিম বন্ধ ৷ জিমের সঙ্গে জড়িত মানুষদের অবস্থা অত্যন্ত খারাপ ৷ ছোটখাটো জিমগুলি প্রায় বন্ধ হওয়ার জোগাড় ৷ তাই যেখানে অন্যান্য অনেক কিছুই খোলার অনুমতি মিলেছে ৷ সেখানে জিমও খোলার অনুমতি দেওয়া হোক ৷ এর জন্য জিম ওনার্স অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়া হয়েছে ৷
advertisement
জিম মালিকদের মতে, গত বছর সব বিধি নিষেধ মেনেই জিমগুলি খোলা হয়েছিল ৷ প্রয়োজনে জিমের এসি বন্ধ রাখা হবে ৷ জিমগুলি যথেষ্ট ভালোভাবেই স্যানিটাইজ করা হচ্ছে ৷ দূরত্ববিধি মেনে শরীরচর্চা করার অনুমতি মিললে তা মানুষের স্বাস্থ্যের জন্যও ভাল ৷ বিধিনিষেধ-সহ জিম খুললে অনেক মানুষই উপকৃত হবেন ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Kolkata Gym: ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া থাকলেই জিমে ঢোকার অনুমতি দেওয়া হোক, দাবি মালিকদের
Next Article
advertisement
গুরুতর অসুস্থ খালেদা জিয়া, দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করে সাহায্যের আশ্বাস মোদির! কৃতজ্ঞতা প্রকাশ বিএনপির
  • খালেদা জিয়ার শারীরিক অসুস্থতায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির

  • খালেদার চিকিৎসার জন্য সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে ভারত

  • সাহায্য বার্তার জন্য ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি দল

VIEW MORE
advertisement
advertisement