বুধবার থেকেই কলকাতার রাস্তায় সরকারি বাস-অ্যাপ ক্যাব, কোন কোন রুটে মিলবে বাস দেখে নিন
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহন নিগম ৷
#কলকাতা: বুধবার অর্থাৎ ১৩ মে থেকে রাস্তায় নামছে সরকারি বাস ৷ ১৫টি রুটে সরকারি বাস চালাবে রাজ্য পরিবহন নিগম ৷ তবে একটি বাসে ২০ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না, নির্দেশ রাজ্য সরকারের ৷ তবে কন্টেইনমেন্ট জোনে চলবে না কোনও বাস-অ্যাপ ক্যাব ৷
বাস চলবে যে রুটগুলিতে-
হাওড়া থেকে কামালগাজি (S24)
হাওড়া থেকে নিউটাউন (S12)
advertisement
হাওড়া থেকে গড়িয়া (S7, S5)
হাওড়া থেকে ঠাকুরপুকুর (S12D)
হাওড়া থেকে বারুইপুর (C26)
এসপ্ল্যানেড থেকে আমতলা (C37)
ডানলপ থেকে বালিগঞ্জ (S9A)
যাদবপুর থেকে করুণাময়ী (S9)
জোকা থেকে বারাসত (C8)
উল্টোডাঙা থেকে সল্টলেক (ST7)
বারাসত থেকে গড়িয়া (S37)
advertisement
টালিগঞ্জ করুণাময়ী থেকে নিউটাউন (ST6)
বুধবার থেকে চালু হচ্ছে অ্যাপ ক্যাবও ৷ কোনওভাবেই অ্যাপ ক্যাবে ২ জনের বেশি যাত্রী নেওয়া যাবে না ৷ চালকের পাশে নয়, পিছনের আসনেই দূরত্ব মেনে বসতে হবে ২ যাত্রীকে ৷ তবে অ্যাপ ক্যাবে যাতায়াতে লাগবে ই-পাস ৷ প্রতিটি ক্যাবে মাস্ক, গ্লাভস, ফেস শিল্ড বাধ্যতামূলক ৷ থাকতে হবে স্যানিটাইজারও ৷
advertisement
অ্যাপ ক্যাব চলবে কলকাতা, বিধাননগর, ব্যারাকপুর, হাওড়া সিটি পুলিশ এলাকাতেও ৷ তৃতীয় পর্যায়ে লকডাউনের মেয়াদ বাড়ার সময়ে পরিবহনের ক্ষেত্রে কিছু ছাড় দেয় রাজ্য সরকার ৷ সেই মতোই বুধবার থেকেই রাজ্যে শুরু হচ্ছে বাস-ট্যাক্সি সার্ভিস ৷
Location :
First Published :
May 11, 2020 9:28 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বুধবার থেকেই কলকাতার রাস্তায় সরকারি বাস-অ্যাপ ক্যাব, কোন কোন রুটে মিলবে বাস দেখে নিন