#পাঁশকুড়া: আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। করোনাকে পরাস্ত করে সুস্থ হয়েই বাড়ি ফিরলেন ৫ জন। আজ, বুধবার বাড়ি ফিরলেন ওই ৫ জন। তাঁদের চিকিৎসা চলছিল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার বড়মা হাসপাতালে।
এই পাঁচজনের মধ্যে চারজনের বাড়ি হলদিয়ায়। তাঁরা হলেন শেখ ইমাম, শেখ মোবাইদুল ইসলাম, অমিত সুকুল ও নাজমুল ইসলাম। অন্য একজনের বাড়ি নদিয়ায়। নদিয়ার রকি বিশ্বাস মেচেদায় আরপিএফে কর্মরত অবস্থাতেই করোনা আক্রান্ত হয়েছিলেন। হলদিয়ার চারজনের সঙ্গে অসুস্থ অবস্থায় তাঁকেও ভর্তি করা হয়েছিল বড়মা হাসপাতালে। কয়েকদিনের চিকিৎসার পর তাঁরা সকলেই সুস্থ হয়ে উঠেছেন বলে হাসপাতাল সুত্রের খবর। চিকিৎসকদের নির্দেশে তাঁরা সকলেই এখন বাড়িতেই থাকবেন বলে জেলা স্বাস্থ্য দফতরের সুত্রের খবর। যে খবরে খুশি হলদিয়া-সহ পূর্ব মেদিনীপুরের মানুষজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।