#জার্মানি: সোমবার ফাইজার-বায়োএনটেক করোনাভাইরাস ভ্যাকসিনে অনুমোদন দিল ইউরোপীয় ইউনিয়নের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা । তারা এও জানায়, এই ভ্যাকসিন ব্রিটেনে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেনের বিরুদ্ধে কাজ করবেনা এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি৷ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, এই ঐতিহাসিক পদক্ষেপের পর কয়েক দিনের মধ্যেই ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ জুড়ে ভ্যাকসিন দেওয়া শুরু হবে।
এদিকে, ভারতে প্রথম কোভিড ভ্যাকসিনের অনুমোদন পেতে আর বেশি দেরি নেই। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। ভারতে প্রথম ধাপে ৩০ কোটি অগ্রাধিকার প্রাপ্ত দেশবাসীর টিকাকরণের প্রয়োজনীয়তা নিয়ে বলতে গিয়েই একথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: European Union