হোম /খবর /কলকাতা /
উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী, জেনে নিন

উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষার সূচির ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী, জেনে নিন কবে হবে পরীক্ষা

তবে কোন কোন দিনে কি কি পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই। সংসদ সূত্রে জানা গিয়েছে, পুরনো সূচি মোতাবেক যে তিন দিনের যে বিষয়গুলোর পরীক্ষা ছিল সেই সূচি মোতাবেক পরীক্ষা নেওয়া হবে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: অবশেষে মঙ্গলবার উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো সূচি ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে ২৯ জুন, ২ ও ৬ জুলাই। করোনাভাইরাসকে মাথায় রেখে তবে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে একাধিক বিধিনিষেধ জারি থাকবে ।

মূলত, পরীক্ষার সময় ছাত্র-ছাত্রীদের স্যানিটাইজার বোতল আনতে হবে এবং তার সঙ্গে বাধ্যতামূলকভাবে মাস্ক বা ফেস কভার পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে ছাত্র-ছাত্রীদের। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, সামাজিক দূরত্ব বিধির নিয়ম মেনেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে নেওয়া হবে পরীক্ষা। শুধু তাই নয় পরীক্ষা দেওয়ার সময় প্রত্যেকটি বেঞ্চে একজন করে পরীক্ষার্থী বসবেন। তারপর দ্বিতীয় বেঞ্চ খালি রেখে আবার তৃতীয় বেঞ্চে বসবেন পরীক্ষার্থীরা।" মূলত জোড়-বিজোড় নীতি মেনেই উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো নেওয়া হবে বলেই মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

তবে কোন কোন দিনে কি কি পরীক্ষা নেওয়া হবে তা ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদই। সংসদ সূত্রে জানা গিয়েছে, পুরনো সূচি মোতাবেক যে তিন দিনের যে বিষয়গুলোর পরীক্ষা ছিল সেই সূচি মোতাবেক পরীক্ষা নেওয়া হবে।

২৯শে জুন নেওয়া হতে পারে ফিজিক্স,নিউট্রেশন,এডুকেশন ও অ্যাকাউন্টেন্সি।২রা জুলাই নেওয়া হতে পারে কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান, অ্যারাবিক ও ফ্রেঞ্চ।

৬ই জুলাই নেওয়া হতে পারে স্ট্যাটিসটিকস, ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট।

শিক্ষামন্ত্রী মঙ্গলবারের ঘোষণার পর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র কিভাবে পরীক্ষা পরিচালনা করবে তা বৃহস্পতিবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ বিস্তারিত গাইড লাইন আকারে নির্দেশিকা দেবে বলেই সংসদ সূত্রে জানা গিয়েছে। শুধু তাই নয় ওইদিনই সংসদের তরফে বাকি পরীক্ষা গুলির বিস্তারিত সূচি দেওয়া হবে বলেও জানা গেছে সংসদ সূত্রে।

অন্যদিকে, উচ্চমাধ্যমিকের বাকি পরীক্ষা গুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই ফল প্রকাশের চেষ্টা হবে। সোমবার এমনই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি জানিয়েছেন "উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই  হয়ে যাওয়া বিষয়গুলির পরীক্ষার উত্তরপত্রের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে। বাকি যে পরীক্ষাগুলি রয়েছে সেগুলি শেষ হওয়ার এক মাসের মধ্যেই আমরা উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের চেষ্টা করব। উচ্চ মাধ্যমিকের নম্বর সংগ্রহের কাজ শুরু করেছে সংসদ।" সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক বৈঠক চলাকালীন জানিয়েছিলেন উচ্চমাধ্যমিকের বাকি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে জুন মাসে। যদিও পরীক্ষার দিন বা সূচি ঠিক করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।১০ই জুন পর্যন্ত নির্দেশ মোতাবেক রাজ্যের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলি বন্ধ রাখার ঘোষণা করা আছে।

সোমবারই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে সিবিএসই দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার সূচি ঘোষণা করেছেন। সারাদেশব্যাপী সিবিএসই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পয়লা জুলাই থেকে শুরু হয়ে ১৫ই জুলাই পর্যন্ত নেওয়া হবে বলে ইতিমধ্যেই সূচি প্রকাশ করেছে সিবিএসই বোর্ড। শুধু তাই নয় পরীক্ষার সময় কি কি মেনে চলতে হবে ছাত্র-ছাত্রীদের তা নিয়েও বিস্তারিত গাইড লাইন দেওয়া হয়েছে সিবিএসই বোর্ডের তরফে। যদিও পরীক্ষা কেন্দ্র গুলি কিভাবে পরীক্ষা নেবে তারও প্রয়োজনীয় গাইডলাইন সিবিএসই বোর্ডের তরফে দেওয়া হবে বলেও জানা গিয়েছে বোর্ড সূত্রে।

রাজ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ও তার জেরে চলা লকডাউন এর ফলে উচ্চমাধ্যমিকের তিন দিনের পরীক্ষা স্থগিত হয়ে যায়। এর জেরে উচ্চমাধ্যমিকের ফিজিক্স, নিউট্রেশন,এডুকেশন, অ্যাকাউন্টান্সি,কেমিস্ট্রি, ইকোনমিক্স, জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন,সংস্কৃত, পার্শিয়ান,অ্যারাবিক ও ফ্রেঞ্চ, স্ট্যাটিসটিকস,ভূগোল,কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন,হোম ম্যানেজমেন্ট এন্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট এর মত বিষয়গুলির পরীক্ষা স্থগিত হয়ে যায়। অবশেষে মঙ্গলবার শিক্ষামন্ত্রী ঘোষণার পর স্বস্তি পেল উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থীরা।

SOMRAJ BANDOPADHAY

Published by:Elina Datta
First published:

Tags: Corona, Corona outbreak, Corona state lock down, Coronavirus, COVID-19, Higher Secondary, Higher Secondary 2020, HS Exam 2020, HS Exam routine, HS Exam Scedule