করোনা বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা, অভুক্তদের মুখে খাবার তুলে দিল EBRP

Last Updated:

ফুটবল প্রেমের গণ্ডি পেরিয়ে এবার মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার

#কলকাতা : জীবনের প্রথম প্রেম লাল-হলুদ। প্রথম পরিচয় গড়ের মাঠের গ্যালারিতে। মাঠের পরিচয়ের বন্ধনটা বাড়তে বাড়তে এখন একটা পরিবারের মত। কলকাতা ময়দানের সবথেকে পুরনো ফ্যান ক্লাব ইবিআরপি। ইস্টবেঙ্গল রিয়েল পাওয়ার।
খেলার মাঠের বাইরেও সারাবছর জুড়েই থাকে ওদের নানা কর্মকাণ্ড। ময়দানে কেউ অসুস্থ? সমস্যায় পড়েছেন কেউ? রং না দেখে পাশে দাঁড়ায় ইস্টবেঙ্গল রিয়েল পাওয়ার। দেশজুড়ে করোনা বিপর্যয়ের সময়ও খেলার মাঠের চৌহদ্দির বাইরে এসে মানবিক ইবিআরপি। সোশ্যাল নেটওয়ার্কে চারদিনের উদ্যোগে তুলে ফেলেছে প্রায় এক লক্ষ টাকা।
প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ভাগাভাগি করে ভাগ করে দেয়া হয়েছে সেই অর্থ। এখানেই থেমে থাকা নয়! নিজেদের মধ্যে চাঁদা তুলে রাজ্যের প্রত্যন্ত এলাকায় অসহায় পরিবারগুলোর হাতেও সাহায্য তুলে দেওয়ার নজির তৈরি করেছে ইবিআরপি। নৈহাটি, হালিশহরে ১০০ পরিবারের দু'বেলার খাদ্যের সংস্থান করছে ময়দানের অতি পরিচিত এই ফ‍্যানস ক্লাব।
advertisement
advertisement
ফ‍্যানস ফোরামের পক্ষ থেকে রবিশঙ্কর সেন বলছিলেন,"আমাদের প্রথম প্রেম খেলার মাঠ। লাল-হলুদ রংয়ের বাইরে আমরা কিছু বুঝি না। কিন্তু এই সময়টা মানুষের পাশে দাঁড়ানোর। তাই ভাবনাটা মাথায় আসার পর দ্বিতীয় বার ভাবিনি।"
advertisement
কলকাতায় বাইরে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন ইস্টবেঙ্গল রিয়েল পাওয়ারের সদস্যরা। সদস্য সংখ্যা দেড় লক্ষের ওপরে। সিঙ্গাপুর, আমস্টারডাম, ক্যালিফোর্নিয়া। নাম বলতে শুরু করলে শেষ করা যাবে না।
বিশ্বব্যাপী করোনা বিপর্যয়ের সময়ে সোশ্যাল নেটওয়ার্কে পাশে থাকার আবেদন জানানোর সঙ্গে সঙ্গেই তাই সাড়া মিলেছে স্বতঃস্ফূর্তভাবেই। আর এখানেই সার্থকতা ইবিআরপি-র। শুধু ইস্টবেঙ্গল নয় ইবিআরপি এখন গোটা সমাজের রিয়েল পাওয়ার।
advertisement
PARADIP GHOSH
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা, অভুক্তদের মুখে খাবার তুলে দিল EBRP
Next Article
advertisement
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন 'শেরি সিং'
৪৮ বছরে প্রথম ভারতীয় 'মিসেস ইউনিভার্স ২০২৫'! বাকিদেরও স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছেন শেরি
  • ৪৮ বছরে প্রথম ভারতীয় হিসেবে শেরি সিং মিসেস ইউনিভার্স ২০২৫-এর মুকুট জিতেছেন.

  • শেরি সিং ১২০ জনেরও বেশি নারীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে এই সম্মান অর্জন করেছেন.

  • শেরি সিং-এর ঐতিহাসিক জয় ভারতকে গর্বিত করেছে এবং নারীদের জন্য নতুন মানদণ্ড স্থাপন করেছে.

VIEW MORE
advertisement
advertisement