এবার জম্মুতে করোনা আতঙ্ক, আইসোলেশনে ২, বন্ধ হোলির উৎসব

Last Updated:

এদিন সকালে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া দুই ব্যাক্তি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে আতঙ্ক ছড়ায় গোট এলাকায়৷

#শ্রীনগর: গোটা দেশে ঝড়ের গতিতে ছড়াচ্ছে করোনা আতঙ্ক৷ আক্রান্তের সংখ্যা ৩১৷ এই আতঙ্কই এবার আছড়ে পড়ল ভূস্বর্গে৷ করোনা সংক্রমণ সন্দেহে সেখানে ইতিমধ্যেই ২ জনকে আইসোলেশানে পাঠানো হয়েছে৷ পরিস্থিতি মোকাবিলায় নেমে জম্মু কাশ্মীর প্রশাসন সমস্ত প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
এদিন সকালে করোনা সন্দেহে হাসপাতালে ভর্তি হওয়া দুই ব্যাক্তি হাসপাতাল থেকে পালানোর চেষ্টা করলে আতঙ্ক ছড়ায় গোট এলাকায়৷ পরে তাঁদের আবার হাসপাতালে ভর্তি করা হয়৷ রাজ্য সচিব রোহিত কানসাল জানান, করোনা বিষয়ক সমস্ত বিধিনিষেধ মেনে চলা হচ্ছে৷ ইতিমধ্যেই হোলি ও ওম্যানস ডে-এর সমস্ত অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে৷ অফিসগুলিতে বায়োমেট্রিক ব্যবহার না করার পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮০৷ মৃত্যু হয়েছে ৩৪৫৬ জনের৷ চিনে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়া গেলেও, ভাইরাস ছড়িয়ে পড়েছে ৯০টি দেশে৷ এর মধ্যে সবচেয়ে উদ্বেগজনক অবস্থা ইরানেরষ সেখানে মৃত্যু হয়েছে ১২৪ জনের৷ ফ্রান্স, ইতালি, দক্ষিণ কোরিয়াতেও করোনা আক্রান্তের খোঁজ মিলেছে৷ সংক্রমণ ছড়িয়ে পড়েছে দক্ষিণ আফ্রিকাতেও৷ ভারতের অবস্থাও ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে৷ শুক্রবারই দিল্লিতে আরও এক আক্রান্তের খোঁজ মিলেছে৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এবার জম্মুতে করোনা আতঙ্ক, আইসোলেশনে ২, বন্ধ হোলির উৎসব
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement