বেতনের ৫০ শতাংশ কাটা গিয়েছে ! উপায় না দেখে ট্রাকের স্টিয়ারিং ধরলেন ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট

Last Updated:

যাত্রী বিমান পরিষেবা বন্ধ থাকায় পাইলটদের ৫০ শতাংশ বেতন আগামী তিন মাসের জন্য কেটে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে বিমান সংস্থা ৷

#লন্ডন: বিশ্বজুড়ে করোনাভাইরাসের প্রভাবে অনেক মানুষই এখন চাকরি হারানোর আশঙ্কায় ৷ সমস্যায় রয়েছেন বিমান পরিষেবার সঙ্গে জড়িয়ে থাকা মানুষরাও ৷ কার্গো বাদে বিশ্বের সর্বত্রই এখন যাত্রী বিমান চলাচল বন্ধ ৷ অধিকাংশ বিমানসংস্থাই বেতন কমাচ্ছে কর্মীদের ৷ কিছু কর্মীদের কয়েক সপ্তাহের বিনা বেতনে ছুটিতে পাঠিয়েছে অনেক বিমানসংস্থাই ৷ এই অবস্থায় নিজেদের ভবিষ্যৎ নিয়েই চিন্তায় রয়েছেন বিমানকর্মীরা ৷
ব্রিটিশ এয়ারওয়েজের এক পাইলটকে দেখা গিয়েছে বিমান ছেড়ে ট্রাকের স্টিয়ারিং ধরতে ৷ যাত্রী বিমান পরিষেবা বন্ধ থাকায় তাঁর ৫০ শতাংশ বেতন আগামী তিন মাসের জন্য কেটে নেওয়ার কথা জানিয়ে দিয়েছে বিমান সংস্থা ৷ পাশাপাশি এপ্রিল এবং মে, এই দুই মাসে দু’সপ্তাহের জন্য ‘আনপেড লিভ’-এও যেতে বলা হয়েছে তাঁকে ৷ তাই আর কোনও উপায় না দেখে ট্রাক চালানোর পেশায় যুক্ত হয়েছেন ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট পিটার লগিন ৷ এ নিয়ে ট্যুইটারে এক পোস্টে তিনি লেখেন– ‘‘বোয়িং ৭৪৭-র চাবি আপাতত তুলে রেখেছি। এখন ফিরে এসেছি টেসকোর ভ্যানের ককপিটে। ’’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
বেতনের ৫০ শতাংশ কাটা গিয়েছে ! উপায় না দেখে ট্রাকের স্টিয়ারিং ধরলেন ব্রিটিশ এয়ারওয়েজের পাইলট
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement