পরপর করোনা ভ্যাকসিন নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, দেখে নিন কারা কারা পেলেন

Last Updated:

গত সপ্তাহে অজিঙ্ক রাহানে এবং শিখর ধাওয়ান এবং পেসার উমেশ যাদব ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন৷

Cheteswar Pujara and Ishant Sharam get first dose of coronavirus Vaccine with their wife- Photo -Instagram
Cheteswar Pujara and Ishant Sharam get first dose of coronavirus Vaccine with their wife- Photo -Instagram
#নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেটাররা একে একে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ (COVID-19 vaccine) নিয়ে নিচ্ছেন৷ এদিনই ভারত অধিনায়ক বিরাট কোহলি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন৷ এদিন কোভিডের বিরুদ্ধে লড়াই করার জন্য হাতিয়ার হিসেবে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara ) ও তাঁর স্ত্রী পূজা(Puja ) ৷ সারা দেশের কোটি কোটি মানুষ করোনার বিরুদ্ধে লড়াই করছেন৷
পূজারা ও তাঁর স্ত্রী পূজা দুজনেই করোনা ভ্যাকসিন নেওয়ার ছবি পোস্ট করেছে৷ পূজারা জানিয়েছেন  যত দ্রুত সম্ভব সব মানুষকে ভ্যাকসিন নেওয়ার জন্য৷ তিনি ট্যাগলাইনে লিখেছেন, ‘‘ পূজা আর আমি ভ্যাকসিন , পেলাম, যাঁরা ভ্যাকসিন পাওয়ার যোগ্য তাঁরা সকলে আবেদন করুন আর ভ্যাকসিন নিন৷ ’’
advertisement
advertisement
আইপিএলের (IPL)  চোদ্দতম মরশুমের খেলা স্থগিত হয়ে যাওয়ার পরেই পূজারাও নিজের বাড়িতে ফিরেছেন৷ বিসিসিআইয়ের (BCCI) এই সিদ্ধান্ত সামনে আসে যখন বায়োবাবল ভেঙে একাধিক দলের একাধিক ক্রিকেটার ও সাপোর্টস্টাফ পজিটিভ হন৷
ভারতের অন্যতম জোরে বোলার ইশান্ত শর্মা (Ishant Shamra) ও তাঁর স্ত্রী প্রতিমা সিং (Pratima Singh)  সোমবার দিনই ভ্যাকসিন নিলেন৷ ফ্রন্টলাইন ওয়ার্কার যাঁরা এই ভ্যাকসিন দেওয়ার কাজ করছেন তাঁরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷
advertisement
ইশান্তও একইভাবে আবেদন করেছেন যত সম্ভব তাড়াতাড়ি ভ্যাকসিন নিতে৷  আর ভ্যাকসিন ়দেওয়ার কাজ করছেন তাঁদের ধন্যবাদ জানিয়েছেন৷ তিনিও নিজের ভ্যাকসিন কেন্দ্রের বাইরের ছবি সোশ্যাল হ্যান্ডেলে পোস্ট করেছেন৷
advertisement
গত সপ্তাহে অজিঙ্ক রাহানে এবং শিখর ধাওয়ান এবং পেসার উমেশ যাদব ইতিমধ্যেই করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়ে নিয়েছেন৷
পূজারা , কোহলি, ইশান্ত ও রাগানে সামনেই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলবেন৷ সাদাম্পটনে নিউজিল্যান্ড বনাম ভারত খেলবে৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
পরপর করোনা ভ্যাকসিন নিচ্ছেন ভারতীয় ক্রিকেটাররা, দেখে নিন কারা কারা পেলেন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement